Ajker Patrika

সাবেক এমপির ভাইসহ আসামি ৩০, গ্রেপ্তার ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৪ মে ২০২২, ১১: ৪৭
Thumbnail image

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় যুব জোটের (জাসদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে হত্যার ঘটনায় দৌলতপুর থানায় মামলা করেছে পরিবার।

মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, যুবলীগ নেতাসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ আটক তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা এনামুল হক গত বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন মজিবুল, সোহানুর রহমান ও মেহেদি।

এজাহারভুক্ত আসামিরা হলেন সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, তাঁর ভাই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরী, ভাতিজা তুষন চৌধুরী, আসাদুজ্জামান লোটন চৌধুরী ও ভাইয়ের জামাতা স্বপন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘সালাম হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খানকে কুপিয়ে জখম করা হয়। রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাহবুবের মৃত্যু হয়। নিহত মাহবুব আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি মৌসুমি বিভিন্ন ব্যবসা করতেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা লাশ নিয়ে মিছিল করে জাসদ। এদিন বিকেলে নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় কথিত তাছের পীরের দরবারে রাশেদ নামের এক ভক্ত খুন হন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মাহবুব। এ নিয়ে

মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। জামিনে তিনি এলাকায় ছিলেন। এরপর গত বছর ওই পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এসব নিয়ে এলাকায় মাহবুবের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী বলেন, ‘তাঁদের (মাহবুব) নিজেদের বিরোধে হত্যাকাণ্ড হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত