Ajker Patrika

ঝিকরগাছায় গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৪: ৩৩
Thumbnail image

ঝিকরগাছায় সরকারি খাদ্যগুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলা খাদ্যগুদাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান কেনার মধ্য দিয়ে সংগ্রহের কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

আরও বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল প্রমুখ।

প্রবোধ কুমার পাল বলেন, ‘এবার উপজেলায় সরকারিভাবে এক হাজার ৮০ টাকা মণ দরে (২৭ টাকা কেজি) ২ হাজার ৭১৫ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে (১৬শ টাকা মণ) এক হাজার ৬০৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।’

প্রবোধ কুমার পাল আরও বলেন, ‘লটারির মাধ্যমে নির্বাচিত উপজেলার ৯০৫ জন কৃষক গুদামে ধান বিক্রি করতে পারবেন এবং দুটি অটো ও ১৫টি হাস্কিং চালকলের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।’

এদিকে বৃষ্টির কারণে খেতে কেটে রাখা পাকা ধান নিয়ে বিপাকে রয়েছেন কৃষেকেরা। অনেকেই ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এরই মধ্যে সরকারি গুদামে ধান কেনা শুরু করেছে উপজেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত