দেশের উত্তরের নদী পরিণত হচ্ছে বালুচরে, দক্ষিণে বাড়ছে লবণাক্ততা
আবদুস সোবহান বলেন, ‘দেশের নদীগুলোর প্রায় প্রতিটির একই দশা। তিস্তার পানির প্রবাহ ব্যাপক হারে কমে গেছে। পদ্মা এখন মৃতপ্রায়, যমুনায় চর পড়েছে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও কর্ণফুলী দখল, ভরাট ও দূষণের ভারে বিষাক্ত।’ বুড়িগঙ্গা নদী নিয়ে পর্যালোচনায় বলা হয়, দূষণের অবস্থা এমন পর্যায়ে আছে, এখানে কোনো