শত মিটারের যত ভোগান্তি
বছর পেরোলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় শত মিটারের সড়কে ভোগান্তি বেড়েছে। দুর্ভোগে অতিষ্ঠ মানুষ ও পরিবহনচালকেরা অন্য পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া সড়কে প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মধুপুর থেকে কাকরাইদ-মোটেরবাজার, গারোবাজার, গোড়াই-ঢাকা সড়কের মোটেরবাজার বাসস্ট্যান্ড এল