স্পোর্টিং লিসবনকে উড়িয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল সিটি
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত রাতে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যাচে জোড়া গোল করেছেন বের্নার্দো সিলভা। একটি করে গোল করেছেন রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও ফিল ফোডেন।