বাংলাদেশের এই তিন কিশোরের চোখে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার স্বপ্ন
মাইকেল নেরি যখন বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন, তখন তাঁর সামনে হাত-পা ছড়িয়ে বসা একদল কিশোর। সেরাদের নাম যখন উঠে এল তখন সবার চোখ-মুখে অবিশ্বাস। এই কিশোরদের মধ্য থেকে যখন তিনজন সেরা ফুটবলারের নাম উঠে এল, তখন তারা ঘোরের মধ্যে।