Ajker Patrika

নাটকীয় ম্যাচ গোল করেও ইউনাইটেডকে বাঁচাতে পারলেন না ম্যাগুয়ার

নাটকীয় ম্যাচ গোল করেও ইউনাইটেডকে বাঁচাতে পারলেন না ম্যাগুয়ার

সম্ভবত এমন একটি দিনের জন্যই অপেক্ষায় ছিলেন হ্যারি ম্যাগুয়ার। দলকে বাঁচানো একটি মুহূর্তের জন্য। সেটি আজ রাতেই পেয়ে গিয়েছিল প্রায়। অন্তিম সময়ে দলকে ফেরালেন। কিন্তু তারপরও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা ম্যাচে ফুলহামের বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রেড ডেভিলরা।

বিরতির পর জমে ওঠে লড়াই। তিনটি গোলই হয়েছে এ সময়। ৬৫ মিনিটে কেলভিন বাসির গোলে এগিয়ে যায় ফুলহাম। সেই গোল শোধ দেন ম্যাগুয়ার। ৮৯ মিনিটে ওল্ড ট্রাফোর্ডে হাসি ফোটান ইংলিশ ডিফেন্ডার। রক্ষণে শিশুতোষ ভুলের জন্য গত কয়েক মৌসুম ধরে বেশ সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। প্রতিপক্ষ সমর্থকেরা তো বটে, ইউনাইটেড সমর্থকরাও তাঁকে নিয়ে ট্রল ও কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি কোচ এরিক টেন হাগের একাদশেও হয়ে পড়েছিলেন ম্যাগুয়ার।

তারপরও দমে যাননি। বারবার সেরা ফর্মে ফিরতে চেষ্টা করেন ম্যাগুয়ার। আজ দলের নায়ক হয়ে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিলেন তিনি। ৩০ বছর বয়সী ডিফেন্ডার সেটি পেয়েছেনও। কিন্তু দল যে হেরে বসল! যোগ কর সপ্তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে ইউনাইটেড। ফুলহামকে জয়সূচক গোল এনে দেন অ্যালেক্স আইওবি। ১৯৬৩ সালের পর ওল্ড ট্রাফোর্ডে এটি তাদের দ্বিতীয় জয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ পর পর হারল ইউনাইটেড। এই হারে এ মৌসুমের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল তারা। আজ লা লিগায় বার্সেলোনা নিজেদের মাঠে হেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত