সম্ভবত এমন একটি দিনের জন্যই অপেক্ষায় ছিলেন হ্যারি ম্যাগুয়ার। দলকে বাঁচানো একটি মুহূর্তের জন্য। সেটি আজ রাতেই পেয়ে গিয়েছিল প্রায়। অন্তিম সময়ে দলকে ফেরালেন। কিন্তু তারপরও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা ম্যাচে ফুলহামের বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রেড ডেভিলরা।
বিরতির পর জমে ওঠে লড়াই। তিনটি গোলই হয়েছে এ সময়। ৬৫ মিনিটে কেলভিন বাসির গোলে এগিয়ে যায় ফুলহাম। সেই গোল শোধ দেন ম্যাগুয়ার। ৮৯ মিনিটে ওল্ড ট্রাফোর্ডে হাসি ফোটান ইংলিশ ডিফেন্ডার। রক্ষণে শিশুতোষ ভুলের জন্য গত কয়েক মৌসুম ধরে বেশ সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। প্রতিপক্ষ সমর্থকেরা তো বটে, ইউনাইটেড সমর্থকরাও তাঁকে নিয়ে ট্রল ও কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি কোচ এরিক টেন হাগের একাদশেও হয়ে পড়েছিলেন ম্যাগুয়ার।
তারপরও দমে যাননি। বারবার সেরা ফর্মে ফিরতে চেষ্টা করেন ম্যাগুয়ার। আজ দলের নায়ক হয়ে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিলেন তিনি। ৩০ বছর বয়সী ডিফেন্ডার সেটি পেয়েছেনও। কিন্তু দল যে হেরে বসল! যোগ কর সপ্তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে ইউনাইটেড। ফুলহামকে জয়সূচক গোল এনে দেন অ্যালেক্স আইওবি। ১৯৬৩ সালের পর ওল্ড ট্রাফোর্ডে এটি তাদের দ্বিতীয় জয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ পর পর হারল ইউনাইটেড। এই হারে এ মৌসুমের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল তারা। আজ লা লিগায় বার্সেলোনা নিজেদের মাঠে হেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭।
সম্ভবত এমন একটি দিনের জন্যই অপেক্ষায় ছিলেন হ্যারি ম্যাগুয়ার। দলকে বাঁচানো একটি মুহূর্তের জন্য। সেটি আজ রাতেই পেয়ে গিয়েছিল প্রায়। অন্তিম সময়ে দলকে ফেরালেন। কিন্তু তারপরও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা ম্যাচে ফুলহামের বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রেড ডেভিলরা।
বিরতির পর জমে ওঠে লড়াই। তিনটি গোলই হয়েছে এ সময়। ৬৫ মিনিটে কেলভিন বাসির গোলে এগিয়ে যায় ফুলহাম। সেই গোল শোধ দেন ম্যাগুয়ার। ৮৯ মিনিটে ওল্ড ট্রাফোর্ডে হাসি ফোটান ইংলিশ ডিফেন্ডার। রক্ষণে শিশুতোষ ভুলের জন্য গত কয়েক মৌসুম ধরে বেশ সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। প্রতিপক্ষ সমর্থকেরা তো বটে, ইউনাইটেড সমর্থকরাও তাঁকে নিয়ে ট্রল ও কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি কোচ এরিক টেন হাগের একাদশেও হয়ে পড়েছিলেন ম্যাগুয়ার।
তারপরও দমে যাননি। বারবার সেরা ফর্মে ফিরতে চেষ্টা করেন ম্যাগুয়ার। আজ দলের নায়ক হয়ে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিলেন তিনি। ৩০ বছর বয়সী ডিফেন্ডার সেটি পেয়েছেনও। কিন্তু দল যে হেরে বসল! যোগ কর সপ্তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে ইউনাইটেড। ফুলহামকে জয়সূচক গোল এনে দেন অ্যালেক্স আইওবি। ১৯৬৩ সালের পর ওল্ড ট্রাফোর্ডে এটি তাদের দ্বিতীয় জয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ পর পর হারল ইউনাইটেড। এই হারে এ মৌসুমের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকল তারা। আজ লা লিগায় বার্সেলোনা নিজেদের মাঠে হেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে