এই জয় নিয়ে একটু মাথা তুলে দাঁড়াল তো পরের ম্যাচে হার—গত কয়েক মৌসুম ধরে এই দৃশ্য ও ঘটনার সঙ্গে যেন পরিচিত হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। বার্নলির বিপক্ষে পয়েন্ট হারানোর শোক কাটতে না কাটতেই নতুন মাসে প্রথম ম্যাচ খেলতে নেমে বিধ্বস্ত হয়েছে এরিক টেন হাগের দল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছে ৪-০ গোলে!
সেলহার্স্ট পার্কে বড় ব্যবধানে হারের পর বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে ইউনাইটেড। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে হারল রেড ডেভিলরা। লিগে এক মৌসুমে এটিই তাদের সর্বোচ্চ হার। প্রথমবারের মতো ক্লাব ইতিহাসে লন্ডনে এক মৌসুমে পাঁচ ম্যাচে হারেরও রেকর্ড গড়ল টেন হাগের শিষ্যরা।
এখানেই শেষ নয় ইউনাইটেডের লজ্জার কীর্তির। প্যালেসকে প্রথমবারের মতো নিজেদের জালে দুইয়ের বেশি গোল দিতে দিয়েছে রেড ডেভিলরা। সেলহার্স্ট পার্কে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড গোল হজম করেছে ৮১টি। ১৯৭৬-৭৭ মৌসুমের পর যা তাদের পক্ষে সর্বোচ্চ। সেই মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। লিগে ইউনাইটেডের বাকি আরও ৩ ম্যাচ। আর একটি গোল হজম করলেই নিজেদের ৫১ বছরের সেই পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলাটাও শঙ্কার মুখে ইউনাইটেডের। ৫৪ পয়েন্ট লিগে আট নম্বরে তারা। রেড ডেভিলরা কখনো সাতের নিচে লিগ শেষ করেনি। এবার কি না গড়া রেকর্ডটাও টেন হাগের অধীনে গড়ে ফেলবে তারা? ইউনাইটেডের এর চেয়ে বাজে মৌসুম কেটেছিল ১০ বছর আগে। ২০১৪ সালে ডেভিড ময়েসের অধীনে লিগ শেষ করেছিল সাতে থেকে। সেই ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৬৪। এবার তার সেই রেকর্ডও ভাঙার মুখে তারা।
এই জয় নিয়ে একটু মাথা তুলে দাঁড়াল তো পরের ম্যাচে হার—গত কয়েক মৌসুম ধরে এই দৃশ্য ও ঘটনার সঙ্গে যেন পরিচিত হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। বার্নলির বিপক্ষে পয়েন্ট হারানোর শোক কাটতে না কাটতেই নতুন মাসে প্রথম ম্যাচ খেলতে নেমে বিধ্বস্ত হয়েছে এরিক টেন হাগের দল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছে ৪-০ গোলে!
সেলহার্স্ট পার্কে বড় ব্যবধানে হারের পর বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে ইউনাইটেড। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে হারল রেড ডেভিলরা। লিগে এক মৌসুমে এটিই তাদের সর্বোচ্চ হার। প্রথমবারের মতো ক্লাব ইতিহাসে লন্ডনে এক মৌসুমে পাঁচ ম্যাচে হারেরও রেকর্ড গড়ল টেন হাগের শিষ্যরা।
এখানেই শেষ নয় ইউনাইটেডের লজ্জার কীর্তির। প্যালেসকে প্রথমবারের মতো নিজেদের জালে দুইয়ের বেশি গোল দিতে দিয়েছে রেড ডেভিলরা। সেলহার্স্ট পার্কে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড গোল হজম করেছে ৮১টি। ১৯৭৬-৭৭ মৌসুমের পর যা তাদের পক্ষে সর্বোচ্চ। সেই মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। লিগে ইউনাইটেডের বাকি আরও ৩ ম্যাচ। আর একটি গোল হজম করলেই নিজেদের ৫১ বছরের সেই পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলাটাও শঙ্কার মুখে ইউনাইটেডের। ৫৪ পয়েন্ট লিগে আট নম্বরে তারা। রেড ডেভিলরা কখনো সাতের নিচে লিগ শেষ করেনি। এবার কি না গড়া রেকর্ডটাও টেন হাগের অধীনে গড়ে ফেলবে তারা? ইউনাইটেডের এর চেয়ে বাজে মৌসুম কেটেছিল ১০ বছর আগে। ২০১৪ সালে ডেভিড ময়েসের অধীনে লিগ শেষ করেছিল সাতে থেকে। সেই ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৬৪। এবার তার সেই রেকর্ডও ভাঙার মুখে তারা।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে