ক্লাবের চাওয়া পূরণ করতে না পারায় ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে বেশ কজন তারকা কোচ চাকরি খুইয়েছেন। তালিকায় জাবি হার্নান্দেজ, টমাস টুখেলের মতো কোচরা আছেন। তাঁদের তালিকায় আজ নাম উঠতে পারে এরিক টেন হাগের।
আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ম্যানচেস্টার ডার্বিতে’ টেন হাগের ভাগ্য নির্ধারিত হবে রেড ডেভিলসের হয়ে আগামী মৌসুমে ডাগআউটে থাকতে পারবেন কি না। হতাশার এক মৌসুম কাটানোয় কিছুদিন ধরেই ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জন চলছে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টিকে যেতে পারেন তিনি।
ফল উল্টো হলে ইউনাইটেডের অধ্যায় শেষ হতে পারে টেন হাগের। এমন অনিশ্চয়তার মাঝে তিনি কিনা জানিয়েছেন নতুন মৌসুমের আগে ছুটি তাঁর প্রাপ্য। এফএ কাপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না, আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামী রোববার ছুটিতে যাব। আমি মনে করি এটা আমার প্রাপ্য। আমরা আগামী মৌসুমে একসঙ্গে লড়াই করব।’
শিরোপা জেতানোর জন্য তাঁকে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন টেন হাগ। তবে ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর শুধু ইপিএল কাপই জেতাতে পেরেছেন ৫৪ বছর বয়সি কোচ। এবার এফএ কাপের ট্রফি জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।
টেন হাগ বলেছেন, ‘আমরা একসঙ্গেই আছি। গত জানুয়ারিতে (২০২২ সাল) এই ক্লাবের অংশ হয়েছি এবং তারা চায় আমরা যেন ট্রফি জিতি। গত ১০ বছরে খুব বেশি শিরোপা জিততে পারেনি ক্লাব। তবে সবশেষ দুই বছরে আমাদের এবার সুযোগ আছে দ্বিতীয় শিরোপা জয়ের। এটা খুবই বড় সুযোগ আরেকটি ট্রফি জয়ের।’
ক্লাবের চাওয়া পূরণ করতে না পারায় ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে বেশ কজন তারকা কোচ চাকরি খুইয়েছেন। তালিকায় জাবি হার্নান্দেজ, টমাস টুখেলের মতো কোচরা আছেন। তাঁদের তালিকায় আজ নাম উঠতে পারে এরিক টেন হাগের।
আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ম্যানচেস্টার ডার্বিতে’ টেন হাগের ভাগ্য নির্ধারিত হবে রেড ডেভিলসের হয়ে আগামী মৌসুমে ডাগআউটে থাকতে পারবেন কি না। হতাশার এক মৌসুম কাটানোয় কিছুদিন ধরেই ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জন চলছে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টিকে যেতে পারেন তিনি।
ফল উল্টো হলে ইউনাইটেডের অধ্যায় শেষ হতে পারে টেন হাগের। এমন অনিশ্চয়তার মাঝে তিনি কিনা জানিয়েছেন নতুন মৌসুমের আগে ছুটি তাঁর প্রাপ্য। এফএ কাপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না, আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামী রোববার ছুটিতে যাব। আমি মনে করি এটা আমার প্রাপ্য। আমরা আগামী মৌসুমে একসঙ্গে লড়াই করব।’
শিরোপা জেতানোর জন্য তাঁকে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন টেন হাগ। তবে ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর শুধু ইপিএল কাপই জেতাতে পেরেছেন ৫৪ বছর বয়সি কোচ। এবার এফএ কাপের ট্রফি জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।
টেন হাগ বলেছেন, ‘আমরা একসঙ্গেই আছি। গত জানুয়ারিতে (২০২২ সাল) এই ক্লাবের অংশ হয়েছি এবং তারা চায় আমরা যেন ট্রফি জিতি। গত ১০ বছরে খুব বেশি শিরোপা জিততে পারেনি ক্লাব। তবে সবশেষ দুই বছরে আমাদের এবার সুযোগ আছে দ্বিতীয় শিরোপা জয়ের। এটা খুবই বড় সুযোগ আরেকটি ট্রফি জয়ের।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে