কোহলিরাই ম্যানচেস্টার টেস্ট খেলতে চাননি
ম্যানচেস্টার টেস্ট বাতিল নিয়ে আলোচনা যেন থামছেই না। টেস্ট বাতিলের সিদ্ধান্ত মানতে পারছেন না নাসের হোসেন থেকে শুরু করে শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের দাবি, আইপিএলের কারণেই বাতিল হয়েছে ম্যানচেস্টার টেস্ট।