এক যুগ পর সেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গৌরবময় লাল জার্সিতে আজ প্রথমবার মাঠে নেমেই দিনটিকে করে রাখলেন স্মরণীয়। জোড়া গোল করে মাতিয়ে দিলেন ওল্ড ট্রাফোর্ডে সাক্ষী হতে আসা ৭৫ হাজার দর্শককে। রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে নিউক্যাসলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল ম্যানইউ।
ম্যাচ শুরুর আগেই নিশ্চিত ছিল মূল একাদশে থাকছেন রোনালদো। কিক অফের পর থেকে তাই সব আলো ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের দিকে। ৪-২-৩-১ ছকে একাদশে রোনালদোকে একমাত্র স্ট্রাইকার হিসেবে রেখে মাঠে নামে রেড ডেভিলরা। রোনালদোর পায়ে বল গেলেই দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারছিল না।
প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল গোলশূন্য থেকেই বিরতিতে যাবে দুই দল, তখনই রোনালদোর ঝলক। ডি বক্সের বাইরে থেকে ম্যাসন গ্রিনউডের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলে ‘ট্যাপইন’ করে বল জালে জড়ান রোনালদো। গোল করেই সেই চিরচেনা ট্রেডমার্ক উদ্যাপনে মাতেন পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসল। ম্যাচে ফিরতেও সময় লাগেনি তাদের। ৫৬ মিনিটে জ্যাভিয়ের মানকিলো নিউক্যাসেলকে সমতায় ফেরান। ম্যাচে ফেরার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রোনালদো। ৬ মিনিট পর লুক শর বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে দুই পায়ের মাঝ দিয়ে জাল কাঁপান সিআরসেভেন।
২-১ গোলে এগিয়ে যাওয়া ম্যানইউ এরপর চেপে ধরে নিউক্যাসলকে। ৮০ মিনিটে ব্রুনো ফার্নাদেজ এবার গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন নিউক্যাসলকে। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলের হালি পূরণ করেন জেসে লিনগার্ড। রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
এক যুগ পর সেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গৌরবময় লাল জার্সিতে আজ প্রথমবার মাঠে নেমেই দিনটিকে করে রাখলেন স্মরণীয়। জোড়া গোল করে মাতিয়ে দিলেন ওল্ড ট্রাফোর্ডে সাক্ষী হতে আসা ৭৫ হাজার দর্শককে। রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে নিউক্যাসলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল ম্যানইউ।
ম্যাচ শুরুর আগেই নিশ্চিত ছিল মূল একাদশে থাকছেন রোনালদো। কিক অফের পর থেকে তাই সব আলো ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের দিকে। ৪-২-৩-১ ছকে একাদশে রোনালদোকে একমাত্র স্ট্রাইকার হিসেবে রেখে মাঠে নামে রেড ডেভিলরা। রোনালদোর পায়ে বল গেলেই দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারছিল না।
প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল গোলশূন্য থেকেই বিরতিতে যাবে দুই দল, তখনই রোনালদোর ঝলক। ডি বক্সের বাইরে থেকে ম্যাসন গ্রিনউডের শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলে ‘ট্যাপইন’ করে বল জালে জড়ান রোনালদো। গোল করেই সেই চিরচেনা ট্রেডমার্ক উদ্যাপনে মাতেন পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসল। ম্যাচে ফিরতেও সময় লাগেনি তাদের। ৫৬ মিনিটে জ্যাভিয়ের মানকিলো নিউক্যাসেলকে সমতায় ফেরান। ম্যাচে ফেরার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রোনালদো। ৬ মিনিট পর লুক শর বাড়ানো বলে গোলরক্ষককে বোকা বানিয়ে দুই পায়ের মাঝ দিয়ে জাল কাঁপান সিআরসেভেন।
২-১ গোলে এগিয়ে যাওয়া ম্যানইউ এরপর চেপে ধরে নিউক্যাসলকে। ৮০ মিনিটে ব্রুনো ফার্নাদেজ এবার গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন নিউক্যাসলকে। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলের হালি পূরণ করেন জেসে লিনগার্ড। রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
২ ঘণ্টা আগেমাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
৪ ঘণ্টা আগে