Ajker Patrika

‘ভুয়া-ভুয়া’ বলায় বাংলাদেশি দর্শকদের প্রতি ক্ষুব্ধ স্যামি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১: ৪৩
টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তাই ক্রিকেটারদের প্রতি চটেছেন ভক্তরা। ছবি: এক্স
টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তাই ক্রিকেটারদের প্রতি চটেছেন ভক্তরা। ছবি: এক্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ যখন হারের মুখে, তখন গ্যালারি থেকে ভেসে আসে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান। লিটন দাস, জাকের আলীদের প্রতি রাগের বহিঃপ্রকাশ ঘটাতেই এই স্লোগান দিয়েছেন স্বাগতিক দলের দর্শকেরা। বিষয়টা মোটেও ভালো লাগেনি ড্যারেন স্যামির। বাংলাদেশের সমর্থকদের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ক্যারিবীয় দলের কোচ।

টানা দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচটি ছিল তাদের জন্য ধবলধোলাই এড়ানোর মিশন। তবে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দলটি। ৫ উইকেটে হেরে ধবলধোলাইয়ের লজ্জা পেয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে বেশ মর্মাহত ভক্তরা।

খেলোয়াড় হিসেবে এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছেন স্যামি। ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তাঁর। তাই ক্ষোভের পাশাপাশি বাংলাদেশের ভক্তদের প্রশংসাও করেছেন তিনি। তাঁর পরামর্শ, বাজে সময়ে সমর্থন দিতে হবে দলকে।

স্যামি বলেন, ‘এ দেশের দর্শকেরা দারুণ। বাংলাদেশে এলেই তাঁদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না। এ দেশের মর্শকেরা সব সময় ভালোবাসা প্রকাশ করেন। তবে দর্শকেরা ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করেছেন, সেটা আমার পছন্দ হয়নি। আমি খেয়াল করেছি, তাঁরা ‘ভুয়া, ভুয়া’ বলছেন। আমি জেনেছি এর মানে কী। আমি মনে করি, স্বাগতিক দলের দর্শক হিসেবে এমন করা উচিত না। কারণ, আপনারা সমর্থক। সেরাটা দেওয়ার জন্যই ক্রিকেটাররা মাঠে আসে। তাদের সমর্থন করা উচিত।’

দর্শকদের এমন আচরণ ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে বলে মনে করেন স্যামি, ‘এত কিছুর পরও দর্শকদের ভালো বলতে হয়। তাঁরা নিজেদের দলের ভালো দেখতে চান। তবে ক্রিকেটাররা যত বেশি সমর্থন ও উৎসাহ পাবে, তত ভালো করবে। অকারণে তাদের চাপে ফেলবেন না। তাই ভক্তদের বলব, ক্রিকেটারদের সঙ্গে সুন্দর আচরণ করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জাল রিপোর্টে’ কারাবাস

ভেনম রিসার্চ সেন্টার: সাপের বিষের ওষুধ দেশেই তৈরির চেষ্টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

কুষ্টিয়ার দৌলতপুর: পদ্মার দুর্গম চরে সক্রিয় ডজনখানেক বাহিনী

এলাকার খবর
Loading...