Ajker Patrika

এতটা আশা করেননি রোনালদো নিজেও

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৬
এতটা আশা করেননি রোনালদো নিজেও

এক যুগ পর সেই চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লাল জার্সিটা গায়ে চাপিয়ে মাঠে নেমেই দিনটিকে স্মরণীয় করে রেখেছেন পর্তুগিজ তারকা। জোড়া গোল করে মাতিয়েছেন গ্যালারি।

তবে ম্যানচেস্টার ইউনাইটেডে ‘দ্বিতীয় ফেরার’ প্রথম দিনেই এতটা আশা করেননি রোনালদো নিজেও। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি দুই গোল আশা করিনি। একটা আশা করেছিলাম, কিন্তু দুইটা করেছি। এটা অবিশ্বাস্য মুহূর্ত।’

রোনালদোর ঘরে ফেরার প্রথম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৬ হাজার দর্শক। ম্যাচের পুরো সময়টা মুহুর্মুহু ধ্বনিতে উত্তাল করে রেখেছিলেন সমর্থকেরা। তাঁদের সবার কণ্ঠেই ছিল ‘রোনালদো, রোনালদো’ স্লোগান।

ব্যাপারটা রীতিমতো বিস্মিত করেছে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই তারকাকে। বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! ম্যাচ শুরুর সময় খুব নার্ভাস লাগছিল। আমি আশা করি নাই, আমার নামে গান গাইবে। তারা আমাকে দুর্দান্তভাবে বরণ করে নিয়েছে। আমি এখনে জিততে এসেছি, তাদের সহায়তা করতে এসেছি।’

ওল্ড ট্রাফোর্ড রোনালদোর কাছে স্বপ্নপূরণের মঞ্চ। সেই মঞ্চে আবার ফিরতে পেরে গর্বিত এই পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক বার্তায় লিখেছেন, ‘এই স্টেডিয়াম আমার কাছে স্বপ্নপূরণের মঞ্চ। এটা এমনই এক জাদুকরী মঞ্চ, যেখানে আপনি দৃঢ়প্রতিজ্ঞ থাকলে সবকিছুই অর্জন করতে পারবেন।’ 

রোনালদো ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ থেকে সমর্থক সবাইকে। সামনের কঠিন দিনগুলোয়ও একইভাবে সমর্থন দিয়ে যাওয়ার আশা তাঁর। ম্যাচ শেষে বলেছেন, ‘আরেকবার ম্যানইউতে ও প্রিমিয়ার লিগে ফিরতে পেরে আমি গর্বিত। কিন্তু সবকিছুর ওপরে দলের কাজে আসতে পেরে আমি খুশি।'

রোনালদোর এই খুশি মনোভাবের ভেতরে জেতার তীব্রতাটাই মৌসুমজুড়ে কাজে লাগাতে চাইবে ম্যানইউ। সেই কাজে লাগানো অন্য দলগুলোর জন্য কঠিন বার্তাও বটে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত