শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।
ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।
শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।
ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৮ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
৯ ঘণ্টা আগে