Ajker Patrika

ভেড়ার উৎপাতে বাড়ি পাল্টালেন রোনালদো

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৫
ভেড়ার উৎপাতে বাড়ি পাল্টালেন রোনালদো

জুভেন্টাস ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরোনো ক্লাবে প্রত্যার্তনটা দারুণভাবে রাঙিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে ‘ঘরে’ ফিরেও শান্তিতে নেই তিনি! এক দল ভেড়ার উৎপাতে শান্তির খোঁজে শেষ পর্যন্ত বাড়িই ছাড়তে হয়েছে তাঁকে।

এবারের গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে ইতালি থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন রোনালদো। ম্যানচেস্টার থেকেই তাঁর নাম বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়েছিল। ম্যানইউতে যোগ দেওয়ার পর তিনি উঠেছিলেন ছয় মিলিয়ন ইউরোর একটি বাড়িতে। ছেলে-মেয়ে-বান্ধবীকে নিয়ে নিরিবিলি পরিবেশের বাড়িটিতে ওঠেন তিনি। বিশাল খোলা মাঠ, ফুলের বাগান, পাখির কিচিরমিচির—সব মিলিয়ে দারুণ শান্ত ও মনোরম পরিবেশ।

ইংল্যান্ডে এসে এমন একটা পরিবেশই চেয়েছিলেন রোনালদো। কিন্তু মাঝখান দিয়ে বাগড়া বাঁধিয়েছে একদল ভেড়া। রোনালদোর এ বাড়ির পাশে থাকা ভেড়াগুলো সকাল হলেই চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে করে রোনালদো ও তাঁর পরিবারের সদস্যদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। 

ঠিক মতো ঘুমোতে না পারায় শেষ পর্যন্ত বাড়িই ছেড়ে দিতে বাধ্য হলেন রোনালদো। জানা গেছে, বাড়িটির নিরাপত্তা নিয়েও কিছুটা উদ্বিগ্ন ছিলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বাড়িটির মাঝ দিয়ে সাধারণ মানুষের হাঁটা-চলার রাস্তা থাকায় চিন্তিত ছিলেন রোনালদো। 

ছয় মিলিয়ন ইউরোর বাড়িটি ছেড়ে রোনালদো এখন উঠেছেন তিন মিলিয়ন ইউরোর একটি বাড়িতে। জানা গেছে, এটি তাঁর ম্যানইউয়ের এক সতীর্থের বাড়ি। এ বাড়িটিতে রয়েছে সাতটি রুম, সুইমিং পুল, সিনেমা হলসহ বিলাসবহুল সব ধরনের সুযোগ-সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত