উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম গোলটা লেখা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর নামে। গত রাতে সুইস ক্লাব ইয়াং বয়েজের মাঠে প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে ম্যানচেস্টার ইউনাউটেডকে এগিয়ে দিয়েছিলেন তিনি।
তবে রোনালদোর গোলটা বৃথা গেছে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দশ জনের ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক ইয়াং বয়েজ।
সুইজারল্যান্ড থেকে খালি হাতে ফিরলেও রোনালদো কাল ম্যাচের আগে ও পরে যা করলেন, তা আজীবন মনে রাখবেন এক নারী নিরাপত্তা রক্ষী।
রোনালদোকে ঘিরে কাল উন্মাদনা সৃষ্টি হয়েছিল ম্যাচের একটু আগেই। বার্নের ভানডর্ফ স্টেডিয়ামে কিক অফের আগে গা গরম করছিলেন পর্তুগিজ মহাতারকা। সতীর্থদের সঙ্গে বল নিয়ে কারিকুরিও করছিলেন তিনি। এ সময় একটি জোরালো শট নেন সিরিআরসেভেন। সেটি গিয়ে আঘাত করে ‘অপ্রস্তুত’ নারী নিরাপত্তা কর্মীর মাথায়!
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই রক্ষী। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ঘাবড়ে যান রোনালদো। অনুশীলন ছেড়ে ছুটে আসেন আহত রক্ষীর দিকে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে আসেন অন্য নিরাপত্তা কর্মীরা।
খানিক বাদেই অবশ্য উঠে দাঁড়ান সেই নিরাপত্তা কর্মী। ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও রোনালদো তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন।
তবে রোনালদো আসল চমকটা দেন ম্যাচ শেষে। পরাজয়ের পর ভগ্ন হৃদয় নিয়েই ওই নারী রক্ষীর কাছে ছুটে আসেন তিনি। নিজ জার্সিটা খুলে তুলে দেন তাঁর হাতে।
রোনালদোর জার্সি পেয়ে আপ্লুত হয়ে পড়েন ওই নারী। হবেন না-ই বা কেন? ফুটবলের জীবন্ত কিংবদন্তি যে কালকের রাতটা তাঁর অজীবনের স্মৃতি বানিয়ে রেখে গেলেন!
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম গোলটা লেখা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর নামে। গত রাতে সুইস ক্লাব ইয়াং বয়েজের মাঠে প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে ম্যানচেস্টার ইউনাউটেডকে এগিয়ে দিয়েছিলেন তিনি।
তবে রোনালদোর গোলটা বৃথা গেছে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দশ জনের ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক ইয়াং বয়েজ।
সুইজারল্যান্ড থেকে খালি হাতে ফিরলেও রোনালদো কাল ম্যাচের আগে ও পরে যা করলেন, তা আজীবন মনে রাখবেন এক নারী নিরাপত্তা রক্ষী।
রোনালদোকে ঘিরে কাল উন্মাদনা সৃষ্টি হয়েছিল ম্যাচের একটু আগেই। বার্নের ভানডর্ফ স্টেডিয়ামে কিক অফের আগে গা গরম করছিলেন পর্তুগিজ মহাতারকা। সতীর্থদের সঙ্গে বল নিয়ে কারিকুরিও করছিলেন তিনি। এ সময় একটি জোরালো শট নেন সিরিআরসেভেন। সেটি গিয়ে আঘাত করে ‘অপ্রস্তুত’ নারী নিরাপত্তা কর্মীর মাথায়!
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই রক্ষী। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ঘাবড়ে যান রোনালদো। অনুশীলন ছেড়ে ছুটে আসেন আহত রক্ষীর দিকে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে আসেন অন্য নিরাপত্তা কর্মীরা।
খানিক বাদেই অবশ্য উঠে দাঁড়ান সেই নিরাপত্তা কর্মী। ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও রোনালদো তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন।
তবে রোনালদো আসল চমকটা দেন ম্যাচ শেষে। পরাজয়ের পর ভগ্ন হৃদয় নিয়েই ওই নারী রক্ষীর কাছে ছুটে আসেন তিনি। নিজ জার্সিটা খুলে তুলে দেন তাঁর হাতে।
রোনালদোর জার্সি পেয়ে আপ্লুত হয়ে পড়েন ওই নারী। হবেন না-ই বা কেন? ফুটবলের জীবন্ত কিংবদন্তি যে কালকের রাতটা তাঁর অজীবনের স্মৃতি বানিয়ে রেখে গেলেন!
অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
১ ঘণ্টা আগেমাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
৪ ঘণ্টা আগে