Ajker Patrika

সেই নারী নিরাপত্তাকর্মীকে রোনালদোর জার্সি উপহার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২: ০৫
Thumbnail image

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম গোলটা লেখা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর নামে। গত রাতে সুইস ক্লাব ইয়াং বয়েজের মাঠে প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে ম্যানচেস্টার ইউনাউটেডকে এগিয়ে দিয়েছিলেন তিনি।

তবে রোনালদোর গোলটা বৃথা গেছে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দশ জনের ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক ইয়াং বয়েজ।

সুইজারল্যান্ড থেকে খালি হাতে ফিরলেও রোনালদো কাল ম্যাচের আগে ও পরে যা করলেন, তা আজীবন মনে রাখবেন এক নারী নিরাপত্তা রক্ষী।

রোনালদোকে ঘিরে কাল উন্মাদনা সৃষ্টি হয়েছিল ম্যাচের একটু আগেই। বার্নের ভানডর্ফ স্টেডিয়ামে কিক অফের আগে গা গরম করছিলেন পর্তুগিজ মহাতারকা। সতীর্থদের সঙ্গে বল নিয়ে কারিকুরিও করছিলেন তিনি। এ সময় একটি জোরালো শট নেন সিরিআরসেভেন। সেটি গিয়ে আঘাত করে ‘অপ্রস্তুত’ নারী নিরাপত্তা কর্মীর মাথায়! 

সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই রক্ষী। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ঘাবড়ে যান রোনালদো। অনুশীলন ছেড়ে ছুটে আসেন আহত রক্ষীর দিকে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে আসেন অন্য নিরাপত্তা কর্মীরা। 

খানিক বাদেই অবশ্য উঠে দাঁড়ান সেই নিরাপত্তা কর্মী। ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও রোনালদো তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। 

তবে রোনালদো আসল চমকটা দেন ম্যাচ শেষে। পরাজয়ের পর ভগ্ন হৃদয় নিয়েই ওই নারী রক্ষীর কাছে ছুটে আসেন তিনি। নিজ জার্সিটা খুলে তুলে দেন তাঁর হাতে। 

রোনালদোর জার্সি পেয়ে আপ্লুত হয়ে পড়েন ওই নারী। হবেন না-ই বা কেন? ফুটবলের জীবন্ত কিংবদন্তি যে কালকের রাতটা তাঁর অজীবনের স্মৃতি বানিয়ে রেখে গেলেন!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত