‘স্ত্রী সঙ্গে ছিল বলে রক্ষা!’
৪৩ দিনের নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় এলেও নিজের বাসাতেও আসতে পারেননি মোস্তাফিজুর রহমান। ৪ এপ্রিল দলের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ধরেছেন ভারতের ফ্লাইট। হোটেলে ঘরবন্দী কোয়ারেন্টিন, জৈব সুরক্ষাবলয়ের কষ্টের জীবন, আইপিএলে দুর্দান্ত খেলার তাড়না আর করোনাভীতি—এক মাসের ভারত সফরটা এবার কঠিনই