Ajker Patrika

সাকিব-মোস্তাফিজ আশা দিচ্ছেন সৌম্যকে

নিজস্ব প্রতিবেদক
সাকিব-মোস্তাফিজ আশা দিচ্ছেন সৌম্যকে

ঢাকা: সাদা পোশাকে বাংলাদেশে সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও সন্তষজনক নয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। কদিন শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে টেস্ট সিরিজ। এবার দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে আবার পাচ্ছে বাংলাদেশ। সৌম্য সরকার জানিয়েছেন, সাকিবের উপস্থিতি দলকে এগিয়ে রাখবে।

আইপিএল খেলায় সাকিব–মোস্তাফিজ ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। আইপিএল স্থগিত হওয়ায় দুই তারকা ক্রিকেটারের দেশে ফেরার কথা কাল। সাকিব–মোস্তাফিজ যোগ দলে নিঃসন্দেহে দল আরও শক্তিশালী হবে। আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্সটাও হয়েছে বলার মতোই। সাকিব খুব একটা ম্যাচ খেলার সুযোগ না পেলেও তাঁর রেকর্ড, অভিজ্ঞতাকে উপেক্ষা করার সুযোগ নেই।

সাকিব-মোস্তাফিজ যোগ হলে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো কিছু করবে বলেই আশা সৌম্যর। আজ মিরপুরে অনুশীলন শেষে বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘সাকিব ভাই খেললে সব সময় দুটি দিক পাওয়া যায়। এটা অবশ্যই অনেক বড় একটা সুবিধা। মোস্তাফিজকে দেখেছি আইপিএলে অনেক ভালো বোলিং করেছে। অবশ্যই দলের জন্য এটা খুব ভালো। তারা দুজন একসঙ্গে ফিরছে। আশা করি তারা দুজন অনেক ভালোভাবেই সিরিজটা শেষ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত