Ajker Patrika

তাঁর বন্দিদশা শেষ আজ

রানা আব্বাস
আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭: ০৪
তাঁর বন্দিদশা শেষ আজ

মুজিব পরদেশীর গানটা কি মনে পড়ছে মোস্তাফিজুর রহমানের? ‘আমি বন্দী কারাগারে…’—মুম্বাইয়ে তাঁর হোটেল রুমটা এখন ‘কারাগার’ই তো! সাত দিনের কোয়ারেন্টিন শেষ না হওয়ার আগে ঘরের চৌকাঠ পেরোনো যাবে না। বাইরের পৃথিবী দেখার সুযোগ নেই এই সময়ে।

কাল দুপুরে মুম্বাইয়ের হোটেল থেকে মোস্তাফিজ অবশ্য জানালেন দ্রুতই শেষ হচ্ছে তাঁর এই বন্দিদশা, ‘কাল (আজ) কোয়ারেন্টিন শেষ হচ্ছে আমার।’ নিউজিল্যান্ড সফর থেকে ঢাকায় পৌঁছে ঘরেও যেতে পারেননি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ধরতে হয়েছে মুম্বাইয়ের ফ্লাইট।

নিউজিল্যান্ডে প্রায় দেড় মাসের লম্বা সফর শেষে আইপিএল–ধকল। জৈব সুরক্ষাবলয়ে শারীরিক–মানসিকভাবে যেন বিধ্বস্ত না হয়ে পড়েন, মোস্তাফিজ সঙ্গে নিয়ে গেছেন স্ত্রীকে। এটিই যেন একটু স্বস্তি দিচ্ছে তাঁকে, ‘লম্বা একটা সফরের পর আরেকটা বড় টুর্নামেন্ট। ও সঙ্গে এসেছে বলে একটু যেন স্বস্তি। একেবারে বোবার মতো সময় কাটাতে হচ্ছে না।’

কোয়ারেন্টিন সময় কাটাতে হচ্ছে বলে এখনো আইপিএলে তাঁর দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা–সাক্ষাতের সুযোগ হয়নি। এমনকি দলের ম্যাচ জার্সিও পাননি। শুধু অনুশীলনের জার্সি আর টুপি দিয়েছে তাঁকে।

টুপিটা পরেই কাল দুপুরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশি পেসার। জানালেন, আজ কোয়ারেন্টিন শেষ হলে দ্রুতই ঢুকে পড়বেন একই হোটেলে তৈরি দলের জৈব সুরক্ষাবলয়ে। যোগ দিতে পারবেন দলের অনুশীলনে। মোস্তাফিজদের প্রথম ম্যাচ কাল মুম্বাইয়ে, প্রতিপক্ষ পাঞ্জাব।

মাত্রই কোয়ারেন্টিন শেষ করেই একাদশে সুযোগ পাবেন কি না, সেটি নিয়ে তাই সংশয় থেকে যাচ্ছে।

কোয়ারেন্টিন, জৈব সুরক্ষাবলয়, দলের অনুশীলন আর ম্যাচ ছাপিয়ে মোস্তাফিজের চিন্তাজুড়ে এখন করোনাভাইরাস। মহামারির প্রাদুর্ভাব আবারও বাড়তে শুরু করেছে। দেশে করোনা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, চিন্তিত হয়ে পড়েছেন তিনি, ‘করোনা আবারও যেভাবে ছড়াচ্ছে, সত্যি ভাবনায় ফেলে দিচ্ছে। অবশ্য টিকার একটা ডোজ দিয়েছি। তবু চিন্তামুক্ত থাকার সুযোগ কই? করোনা বেড়ে গেলেও জীবন তো থেমে নেই। সবই চালিয়ে নিতে হচ্ছে।’

মোস্তাফিজের মতো এ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হচ্ছে সবাইকেই। জীবন আর জীবিকার মাঝে কোভিড যতই দেয়াল তুলে দিক, মানুষকে এগিয়ে নিতে হচ্ছে জীবনের চাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত