স্বতন্ত্র মানেই ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই গুলিও নাই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেও না, কারও ক্ষতিও করবে না।’