কাশফুলে সেজেছে প্রকৃতি, গাংনীতে ছবি তোলার হিড়িক
শরতে নীল আকাশে সাদা মেঘ যেমন মুগ্ধতা ছড়ায়, তেমনি নদী-নালা, খাল-বিলসহ বিভিন্ন জায়গায় শোভা বর্ধন করে কাশফুল। কাশফুলের অপরূপ এই শুভ্র সৌন্দর্য চোখে পড়ে মেহেরপুরের গাংনী উপজেলায়ও। আর কাশফুলের এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে এসব জায়গায় ভিড় করছে সৌন্দর্যপিয়াসী মানুষ। মনের আনন্দে কাশফুলের সঙ্গে ছবি তুলছে তারা।