সচিবালয়ে বিশৃঙ্খলা: হত্যাচেষ্টা ও মারধরের মামলায় ২৬ ছাত্র কারাগারে
সচিবালয়ের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, পুলিশকে হত্যার চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।