নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন ছাত্রলীগ নেতা কর্মী রয়েছে।
পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময়ে পল্টন ও শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গতকাল রোববার।
রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন ছাত্রলীগ নেতা কর্মী রয়েছে।
পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময়ে পল্টন ও শাহবাগ থানা-পুলিশ তাদের আটক করে। এরপর পল্টন ও শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতা কর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতা কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গতকাল রোববার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে