অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর গোপনীয়তার মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।
তবে মামুনকে আদালতে হাজির করার পর তার জবানবন্দি নেওয়া হয়েছে কি না বা অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কথা বলছেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত হন এবং গুরুতর আহত হন। এ ঘটনায় সারা দেশে কয়েকশ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ৪০টির বেশি মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গত ২০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২০ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার যেকোনো একটি মামলায় চৌধুরী মামুনকে আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে প্রায় অর্ধশতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর গোপনীয়তার মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।
তবে মামুনকে আদালতে হাজির করার পর তার জবানবন্দি নেওয়া হয়েছে কি না বা অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কথা বলছেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত হন এবং গুরুতর আহত হন। এ ঘটনায় সারা দেশে কয়েকশ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ৪০টির বেশি মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গত ২০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২০ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার যেকোনো একটি মামলায় চৌধুরী মামুনকে আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে প্রায় অর্ধশতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
২৭ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে