অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর গোপনীয়তার মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।
তবে মামুনকে আদালতে হাজির করার পর তার জবানবন্দি নেওয়া হয়েছে কি না বা অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কথা বলছেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত হন এবং গুরুতর আহত হন। এ ঘটনায় সারা দেশে কয়েকশ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ৪০টির বেশি মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গত ২০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২০ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার যেকোনো একটি মামলায় চৌধুরী মামুনকে আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে প্রায় অর্ধশতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর গোপনীয়তার মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।
তবে মামুনকে আদালতে হাজির করার পর তার জবানবন্দি নেওয়া হয়েছে কি না বা অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কথা বলছেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত হন এবং গুরুতর আহত হন। এ ঘটনায় সারা দেশে কয়েকশ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ৪০টির বেশি মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গত ২০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২০ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার যেকোনো একটি মামলায় চৌধুরী মামুনকে আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে প্রায় অর্ধশতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
২ মিনিট আগেগাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে কারখানায় ভাঙচুর এবং কয়েকটি যানবাহনে আগুন দিয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৪ মিনিট আগেজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
৩৯ মিনিট আগেখুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে