অনলাইন ডেস্ক
কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কঠোর গোপনীয়তায় গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তিনি বিচারকের খাসকামরায় ২ ঘণ্টার বেশি থাকলেও জবানবন্দি দিয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
আদালত সূত্র জানায়, সাবেক আইজিপি মামুনকে সকালে কারাগার থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাসকামরায় ২ ঘণ্টার বেশি অবস্থান করেন।
তবে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে কি না, অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাননি।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধের কোনো একটি মামলায় পুলিশের সাবেক প্রধান মামুনকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত এবং গুরুতর আহত হন। এসব ঘটনায় সারা দেশে কয়েক শ মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনেও ইতিমধ্যে ৪০টির বেশি অভিযোগ জমা পড়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ গ্রেপ্তার থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তাকে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়।
সাবেক আইজিপি মামুনকে ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বছিলায় মুদিদোকানি আবু সায়াদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। পরে পর্যায়ক্রমে অর্ধশতাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কঠোর গোপনীয়তায় গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তিনি বিচারকের খাসকামরায় ২ ঘণ্টার বেশি থাকলেও জবানবন্দি দিয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
আদালত সূত্র জানায়, সাবেক আইজিপি মামুনকে সকালে কারাগার থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনি একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাসকামরায় ২ ঘণ্টার বেশি অবস্থান করেন।
তবে তাঁর জবানবন্দি নেওয়া হয়েছে কি না, অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাননি।
আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধের কোনো একটি মামলায় পুলিশের সাবেক প্রধান মামুনকে আদালতে নেওয়া হয়।
গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত এবং গুরুতর আহত হন। এসব ঘটনায় সারা দেশে কয়েক শ মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনেও ইতিমধ্যে ৪০টির বেশি অভিযোগ জমা পড়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ গ্রেপ্তার থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তাকে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়।
সাবেক আইজিপি মামুনকে ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বছিলায় মুদিদোকানি আবু সায়াদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। পরে পর্যায়ক্রমে অর্ধশতাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, গত বছরের এই সময়ে দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ও প্রতিরোধ একসঙ্গে বিস্ফোরিত হয়। ৩৬ দিনের টানা আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় অর্জিত হয়।
৪ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তালসার গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়া একটি রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। আজ মঙ্গলবার দুপুরে এমন কাজ করেন তাঁরা। গ্রামবাসীর দাবি, রাস্তাটি সংস্কার চেয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ফলাফল মেলেনি।
১৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বাড়ি দখলে নিতে গিয়ে মহানগর যুবলীগের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে। রুবেলকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
১৮ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (৪১) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
১৯ মিনিট আগে