অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চার থানায় হওয়া পৃথক মামলায় শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৭টার দিকে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখান এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান, আনিসুল হক ও কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী আদহাম বিন আমিনকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানায় দায়ের করা মুদিদোকানদার মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আনিসুল হককে উত্তরা পূর্ব থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে উল্লেখ করেন, আসামিরা সংশ্লিষ্ট মামলায় বর্ণিত ঘটনাগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে ভবিষ্যতে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাঁদের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চার থানায় হওয়া পৃথক মামলায় শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৭টার দিকে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখান এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান, আনিসুল হক ও কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী আদহাম বিন আমিনকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্যারিস্টার সুমনকে খিলগাঁও থানায় দায়ের করা মুদিদোকানদার মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাংগীর আলমকে লালবাগ থানায় দায়ের করা শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আনিসুল হককে উত্তরা পূর্ব থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে উল্লেখ করেন, আসামিরা সংশ্লিষ্ট মামলায় বর্ণিত ঘটনাগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে ভবিষ্যতে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাঁদের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৬ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৯ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ মিনিট আগে