ভারতে মুসলিমদের ‘ওয়াক্ফ’ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে
মুসলিমদের দান করা সম্পত্তি নিয়ে ভারতে শত শত বছর ধরে যে আইন প্রচলিত রয়েছে, তা পরিবর্তনের প্রস্তাব করেছে দেশটির সরকার। এই প্রস্তাব নিয়ে দেশটিতে এখন ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই আইনটি মুসলিমদের দান করা বিপুল সম্পত্তি, যেমন—মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র এবং হাজার হাজার একর জমি পরিচালনার জন্য ব্যবহৃত হয়।