ইসলাম ডেস্ক
২ রবিউল আউয়াল: ৮৯৭ হিজরির এই দিনে স্পেনে মুসলিম শাসনের ইতি ঘটে।
৪ রবিউল আউয়াল: ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।
৬ রবিউল আউয়াল: ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।
৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১০ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।
১২ রবিউল আউয়াল: হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।
১৪ রবিউল আউয়াল: ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।
১৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।
২০ রবিউল আউয়াল: ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।
২১ রবিউল আউয়াল: ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।
২৩ রবিউল আউয়াল: ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।
২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা বিজয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন। ২৫ রবি
উল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।
২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।
২ রবিউল আউয়াল: ৮৯৭ হিজরির এই দিনে স্পেনে মুসলিম শাসনের ইতি ঘটে।
৪ রবিউল আউয়াল: ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।
৬ রবিউল আউয়াল: ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।
৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১০ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।
১২ রবিউল আউয়াল: হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।
১৪ রবিউল আউয়াল: ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।
১৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।
২০ রবিউল আউয়াল: ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।
২১ রবিউল আউয়াল: ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।
২৩ রবিউল আউয়াল: ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।
২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা বিজয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন। ২৫ রবি
উল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।
২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।
তওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
১০ ঘণ্টা আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
১ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
২ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
২ দিন আগে