দ্রব্যমূল্য বাড়ায় রমজান স্বস্তিদায়ক হবে না: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগের সময় কোনো দিন দেখিনি যে এ দেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। বাজারে যাব কিনতে, দেখব পকেটে টাকা নাই, কিনতে কিনতে শেষ। আমরা যেহেতু মুসলমান সেহেতু রমজান পালন করব। কিন্তু রমজান স্বস্তিদায়ক হবে না। কারণ, রজমানের মধ্যেই জিনিসপত্রের দাম বা