Ajker Patrika

সম্প্রীতির অনন্য নজির: দরবার শরিফের পানি খেয়ে রামনবমীর মিছিল

কলকাতা সংবাদদাতা 
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২: ৪১
সম্প্রীতির অনন্য নজির: দরবার শরিফের পানি খেয়ে রামনবমীর মিছিল

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখল ভারতের পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের ২৪ পরগণা জেলার সীমান্তবর্তী মহকুমা শহর বসিরহাটে দরবার শরিফের মুসলমান ভাইদের দেওয়া পানি খেয়ে রামনবমীর মিছিল শুরু করেছেন হিন্দু ভাইয়েরা। 

হিন্দু-মুসলিম পরিচয়কে পাশে ঠেলে এদিন যেন ভাইয়ের সঙ্গে ভাইকে মিলতে দেখা গেল। একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের ছবিও দেখা গেল বসিরহাটের টাকি রোডে। পানি হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে মুসলমানেরা আর তা পান করেই রামনবমীর মিছিলে শামিল হিন্দুরা। 

পশ্চিমবঙ্গজুড়ে চলছে তীব্র দাবদাহ। বসিরহাটে তাপমাত্রার পারদ উঠে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আর তাই রামনবমীর মিছিলে হাঁটা মানুষদের তৃষ্ণা মেটাতে রাস্তার ধারে বসিরহাট মাওলানাবাগ দরবার শরিফের পক্ষ থেকে পানি বিতরণের ব্যবস্থা করা হয়। রামনবমী উপলক্ষে মিছিলে যোগ দেওয়া ভক্তদের হাতে পানির বোতল তুলে দেন দরবার শরিফের সদস্যরা। 

বসিরহাটের রামনবমী কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল গতকাল রোববার অর্থাৎ ২১ মার্চ বসিরহাটে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা হবে। তাই এই দিনে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে প্রাচীন মাওলানাবাগ দরবার শরিফের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়। এই মিছিলে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রসহ একাধিক বিজেপি নেতৃত্ব। 

মিছিল শুরু হয় বসিরহাট সোনপুকুর পাড় থেকে। পরে সারা শহর ঘুরে সেখানেই এসে শেষ হয় প্রায় চার কিলোমিটারের এই যাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত