তামিমের ফেরায় খুশি মুশফিকরা
গণভবনে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তামিম ইকবাল যখন সংবাদমাধ্যমের সামনে এলেন, তাঁর কিছু ভক্ত চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিলেন। তামিম বারবার ইশারা করলেন তাঁদের থামতে। পরে সেই ভক্তদের মুখে হাসি দেখে বোঝা গেল, কতটা খুশি তাঁদের প্রিয় তারকা ফেরায়। তবে সবচেয়ে বড় স্বস্তির বাতাস বইছে বাংলা