জিম আফ্রো টি-টেনের শুরুটা জয় দিয়ে করলেও শেষটা করতে পারলেন না তাসকিন আহমেদ। গতকাল ৭ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাঁর দল বুলাওয়ে ব্রেভসকে।
তাসকিনদের বিদায় নিশ্চিত হলেও টিকে গেছে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফালোজ। গতকালের জয়ে শেষ চারে সুযোগ পেয়েছে বাফালোজ। পাঁচ দলের টুর্নামেন্টে শুধু তাসকিনের দলই বিদায় নিয়েছে। বাকি সব দল শেষ চারে সুযোগ পেয়েছে।
শেষ চারে সুযোগ পেতে হলে গতকাল ডারবান কালান্দার্সের বিপক্ষে জিততেই হতো ব্রেভসকে। কিন্তু নামের মতো সাহস দেখিয়ে জিততে পারেনি তারা। যদিও শুরুটা হয়েছিল সাহসীভাবেই। আর শুরুটাও করেছিলেন বাংলাদেশি পেসার তাসকিন।
ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত করেন তাসকিন। তৃতীয় বলে টিম সেইফার্টকে ইনোসেন্টে কায়ার ক্যাচ বানিয়ে ব্রেভসকে প্রথম উইকেট এনে দেন তিনি। আর ওভারের শেষ বলে আউট করেন আন্দ্রে ফ্লেচারকে। এবার আউট করতে কারও সহায়তা নেননি বাংলাদেশি পেসার। সরাসরি বোল্ড করেছেন।
তাসকিনের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন তানাকা চিভাঙ্গাও। ডারবানের দলীয় ১০ রানের মাথায় ক্রেইগ আরভিনকে বোল্ড করেন চিভাঙ্গা। ফিরতি ও নিজের শেষ ওভার করতে এসে আরও একটি উইকেট নেন তাসকিন। এবার বোল্ড করেন হযরতউল্লাহ জাজাইকে। জাজাইকে বোল্ড করে একসময় সর্বোচ্চ ১১ উইকেট নেন তিনি। যদিও পরে রাতের ম্যাচ তাঁকে পেছনে ফেলেন মোহাম্মদ হাফিজ। বর্তমানে হাফিজের উইকেট ১২টি।
১৪ রানে ৪ উইকেট হারিয়ে ডারবান মহাবিপদে পড়লেও শেষ পর্যন্ত তারা ১০৩ রান সংগ্রহ করেছে আসিফ আলীর ৩২ ও জর্জ লিন্ডের ২৮ রানের সৌজন্যে। ব্রেভসের বোলাররাও অবশ্য অতিরিক্ত ১৪ রান দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করতে সহায়তা করেছে।
১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্রেভসের শুরুটাও হয় ধাক্কায়। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও বিউ ওয়েবস্টার ৪২ রানে জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন। ২১ রানে রাজা আউট হওয়ার পর ওয়েবস্টার অন্য সতীর্থদের নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু দলকে ৯৬ রানের বেশি সংগ্রহ এনে দিতে পারেননি। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি সর্বোচ্চ ৪০ রান করেন। এতে করে ৭ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ব্রেভসের।
টুর্নামেন্টের আরেক ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে মুশফিকের দল বাফালোজ। দলের জয়ে অবশ্য ব্যাটিংয়ে নামতে হয়নি বাংলাদেশি উইকেটরক্ষককে। ৮২ রানের লক্ষ্যটা সহজে পেরিয়ে গেছেন টম ব্যান্টন ও উইল স্মিড জুটি। যদিও অধিনায়ক হাফিজ ৭ রানে ফিরে যাওয়ায় শুরুটা ভালো ছিল না। তবে দ্বিতীয় উইকেটে অপরাজিত ৭২ রানের জুটি গড়ে দলকে বড় ব্যবধানের জয় এনে দেন তাঁরা। সেটিও আবার ২২ বল হাতে রেখে। স্মিড সর্বোচ্চ ৪৪ ও ব্যান্টন ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে হারারে হারিকেনস টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৮১ রান করে। শুরু থেকেই একের পর এক উইকেট হারার কারণে বাফালোজকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ নবী।
এই জয়ে প্রথম কোয়ালিফায়ারে আজ বাফালোজের প্রতিপক্ষ ডারবান। আর এলিমিনেটরে মুখোমুখি হবে হারিকেনস ও কেপ টাউন স্যাম্প আর্মি। এলিমিনেটরে যে দল জিতবে, তারা প্রথম কোয়ালিফারের পরাজিত দলের সঙ্গে খেলে ফাইনালে ওঠার সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের সঙ্গে।
জিম আফ্রো টি-টেনের শুরুটা জয় দিয়ে করলেও শেষটা করতে পারলেন না তাসকিন আহমেদ। গতকাল ৭ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাঁর দল বুলাওয়ে ব্রেভসকে।
তাসকিনদের বিদায় নিশ্চিত হলেও টিকে গেছে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফালোজ। গতকালের জয়ে শেষ চারে সুযোগ পেয়েছে বাফালোজ। পাঁচ দলের টুর্নামেন্টে শুধু তাসকিনের দলই বিদায় নিয়েছে। বাকি সব দল শেষ চারে সুযোগ পেয়েছে।
শেষ চারে সুযোগ পেতে হলে গতকাল ডারবান কালান্দার্সের বিপক্ষে জিততেই হতো ব্রেভসকে। কিন্তু নামের মতো সাহস দেখিয়ে জিততে পারেনি তারা। যদিও শুরুটা হয়েছিল সাহসীভাবেই। আর শুরুটাও করেছিলেন বাংলাদেশি পেসার তাসকিন।
ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত করেন তাসকিন। তৃতীয় বলে টিম সেইফার্টকে ইনোসেন্টে কায়ার ক্যাচ বানিয়ে ব্রেভসকে প্রথম উইকেট এনে দেন তিনি। আর ওভারের শেষ বলে আউট করেন আন্দ্রে ফ্লেচারকে। এবার আউট করতে কারও সহায়তা নেননি বাংলাদেশি পেসার। সরাসরি বোল্ড করেছেন।
তাসকিনের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন তানাকা চিভাঙ্গাও। ডারবানের দলীয় ১০ রানের মাথায় ক্রেইগ আরভিনকে বোল্ড করেন চিভাঙ্গা। ফিরতি ও নিজের শেষ ওভার করতে এসে আরও একটি উইকেট নেন তাসকিন। এবার বোল্ড করেন হযরতউল্লাহ জাজাইকে। জাজাইকে বোল্ড করে একসময় সর্বোচ্চ ১১ উইকেট নেন তিনি। যদিও পরে রাতের ম্যাচ তাঁকে পেছনে ফেলেন মোহাম্মদ হাফিজ। বর্তমানে হাফিজের উইকেট ১২টি।
১৪ রানে ৪ উইকেট হারিয়ে ডারবান মহাবিপদে পড়লেও শেষ পর্যন্ত তারা ১০৩ রান সংগ্রহ করেছে আসিফ আলীর ৩২ ও জর্জ লিন্ডের ২৮ রানের সৌজন্যে। ব্রেভসের বোলাররাও অবশ্য অতিরিক্ত ১৪ রান দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করতে সহায়তা করেছে।
১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্রেভসের শুরুটাও হয় ধাক্কায়। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও বিউ ওয়েবস্টার ৪২ রানে জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন। ২১ রানে রাজা আউট হওয়ার পর ওয়েবস্টার অন্য সতীর্থদের নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু দলকে ৯৬ রানের বেশি সংগ্রহ এনে দিতে পারেননি। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি সর্বোচ্চ ৪০ রান করেন। এতে করে ৭ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ব্রেভসের।
টুর্নামেন্টের আরেক ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে মুশফিকের দল বাফালোজ। দলের জয়ে অবশ্য ব্যাটিংয়ে নামতে হয়নি বাংলাদেশি উইকেটরক্ষককে। ৮২ রানের লক্ষ্যটা সহজে পেরিয়ে গেছেন টম ব্যান্টন ও উইল স্মিড জুটি। যদিও অধিনায়ক হাফিজ ৭ রানে ফিরে যাওয়ায় শুরুটা ভালো ছিল না। তবে দ্বিতীয় উইকেটে অপরাজিত ৭২ রানের জুটি গড়ে দলকে বড় ব্যবধানের জয় এনে দেন তাঁরা। সেটিও আবার ২২ বল হাতে রেখে। স্মিড সর্বোচ্চ ৪৪ ও ব্যান্টন ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে হারারে হারিকেনস টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৮১ রান করে। শুরু থেকেই একের পর এক উইকেট হারার কারণে বাফালোজকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ নবী।
এই জয়ে প্রথম কোয়ালিফায়ারে আজ বাফালোজের প্রতিপক্ষ ডারবান। আর এলিমিনেটরে মুখোমুখি হবে হারিকেনস ও কেপ টাউন স্যাম্প আর্মি। এলিমিনেটরে যে দল জিতবে, তারা প্রথম কোয়ালিফারের পরাজিত দলের সঙ্গে খেলে ফাইনালে ওঠার সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের সঙ্গে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৬ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৯ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে