ক্রীড়া ডেস্ক
জিম আফ্রো টি-টেনের গতকালের প্রথম ম্যাচের হারের ক্ষতে যেন প্রলেপ দিলেন মুশফিকুর রহিম। সেটিই জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভসকে হারিয়ে। ১৪ রানের জয়ে তাসকিনদের বিপক্ষে দুটি ম্যাচেই জিতল মুশফিকের দল জোবার্গ বাফালোজ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাফালোজ। প্রথম ম্যাচের মতো এবারও তাদের শুরুটা ভালো ছিল না। শূন্য (০) রানে আউট হন মিল্টন সুম্বা। আরেক ওপেনার টম ব্যান্টনকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন মোহাম্মদ হাফিজ। ৮ রানে ব্যান্টন আউট হলে দুজনের ৩৫ রানের জুটি ভেঙে যায়। সতীর্থের দেখানো পথে দ্রুত ৩১ রানে ফিরে যান অধিনায়ক হাফিজও। দ্রুত রবি বোপারাও আউট হলে ৪৫ রানে ৪ উইকেট হারায় বাফালোজ।
সেখান থেকে দলকে ৯৭ রানের সংগ্রহ এনে দেন ইউসুফ পাঠান-মুশফিক জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন ভারতের সাবেক ব্যাটার ইউসুফ। আর ১১ বলে ১৩ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। ২ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন বাংলাদেশি পেসার।
৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সব মিলিয়ে ৮৩ রান করতে পারে বুলাওয়ে। এই রান করতে ৮ উইকেটও হারিয়ে বসে। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তাসকিনের দল। মাঝে সিকান্দার রাজা ও থিসারা পেরেরা দুটি বিশোর্ধ্ব দুটি ইনিংস খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি তাঁরা। ১৪ রানের হারে টুর্নামেন্টে চতুর্থ হারা নিশ্চিত হয়েছে তাঁদের। সমান ম্যাচ হেরেছে বাফালোজও।
দুটি দলই পয়েন্ট তালিকায় সবার নিচে। সমান ৬ ম্যাচে দুটি করে জয়ে ৪ পয়েন্ট বাফালোজ ও বুলাওয়ের। রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে মুশফিকের দল। আর সবার শেষে তাসকিনরা।
কয়েক ঘণ্টার ব্যবধানে গতকাল দুটি ম্যাচ খেলেন মুশফিকেরা। গতকাল প্রথম ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে প্রায় ম্যাচ জিতিয়েই দিয়েছিলেন তিনি। যদিও শেষ ওভারের ২১ রানের কঠিন সমীকরণ শেষ বলে আর মেলাতে পারেননি তিনি। ১ বলে ৪ রানের সমীকরণে মাত্র ১ রান নিতে পারেন বাংলাদেশি ব্যাটার। এতে করে তাঁর দল বাফালোজ ২ রানের হতাশায় পোড়ে। টানা চতুর্থ হার নিশ্চিত হওয়ার আগে অবশ্য টানা ৪ বাউন্ডারি মেরে দলকে জয়ের আশা জাগিয়েছিলেন তিনি।
জিম আফ্রো টি-টেনের গতকালের প্রথম ম্যাচের হারের ক্ষতে যেন প্রলেপ দিলেন মুশফিকুর রহিম। সেটিই জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভসকে হারিয়ে। ১৪ রানের জয়ে তাসকিনদের বিপক্ষে দুটি ম্যাচেই জিতল মুশফিকের দল জোবার্গ বাফালোজ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ৯৭ রানের সংগ্রহ পায় বাফালোজ। প্রথম ম্যাচের মতো এবারও তাদের শুরুটা ভালো ছিল না। শূন্য (০) রানে আউট হন মিল্টন সুম্বা। আরেক ওপেনার টম ব্যান্টনকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন মোহাম্মদ হাফিজ। ৮ রানে ব্যান্টন আউট হলে দুজনের ৩৫ রানের জুটি ভেঙে যায়। সতীর্থের দেখানো পথে দ্রুত ৩১ রানে ফিরে যান অধিনায়ক হাফিজও। দ্রুত রবি বোপারাও আউট হলে ৪৫ রানে ৪ উইকেট হারায় বাফালোজ।
সেখান থেকে দলকে ৯৭ রানের সংগ্রহ এনে দেন ইউসুফ পাঠান-মুশফিক জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন ভারতের সাবেক ব্যাটার ইউসুফ। আর ১১ বলে ১৩ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। ২ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন বাংলাদেশি পেসার।
৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সব মিলিয়ে ৮৩ রান করতে পারে বুলাওয়ে। এই রান করতে ৮ উইকেটও হারিয়ে বসে। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তাসকিনের দল। মাঝে সিকান্দার রাজা ও থিসারা পেরেরা দুটি বিশোর্ধ্ব দুটি ইনিংস খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি তাঁরা। ১৪ রানের হারে টুর্নামেন্টে চতুর্থ হারা নিশ্চিত হয়েছে তাঁদের। সমান ম্যাচ হেরেছে বাফালোজও।
দুটি দলই পয়েন্ট তালিকায় সবার নিচে। সমান ৬ ম্যাচে দুটি করে জয়ে ৪ পয়েন্ট বাফালোজ ও বুলাওয়ের। রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে মুশফিকের দল। আর সবার শেষে তাসকিনরা।
কয়েক ঘণ্টার ব্যবধানে গতকাল দুটি ম্যাচ খেলেন মুশফিকেরা। গতকাল প্রথম ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে প্রায় ম্যাচ জিতিয়েই দিয়েছিলেন তিনি। যদিও শেষ ওভারের ২১ রানের কঠিন সমীকরণ শেষ বলে আর মেলাতে পারেননি তিনি। ১ বলে ৪ রানের সমীকরণে মাত্র ১ রান নিতে পারেন বাংলাদেশি ব্যাটার। এতে করে তাঁর দল বাফালোজ ২ রানের হতাশায় পোড়ে। টানা চতুর্থ হার নিশ্চিত হওয়ার আগে অবশ্য টানা ৪ বাউন্ডারি মেরে দলকে জয়ের আশা জাগিয়েছিলেন তিনি।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৩ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে