তবুও চাপে নেই বাংলাদেশ
শ্রীলঙ্কায় যাওয়ার আগে তেমন প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় পৌঁছেও সুযোগ হয়নি পর্যাপ্ত অনুশীলনের। লঙ্কায় আবার অতীত অভিজ্ঞতা খুব একটা আনন্দদায়ী নয় তামিম-মুশফিকদের। অধিনায়ক মুমিনুল হক ফিরতে চান না ‘পুরোনো সেই দিনে।’ কাল সিরিজপূর্ব ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেছেন,