Ajker Patrika

নাজমুলের ঝলকে খুশি ‘মুশি’

নাজমুলের ঝলকে খুশি ‘মুশি’

সমালোচনার জবাব বোধ হয় এভাবেই দিতে হয়! শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নাজমুলের সময়টা খারাপই যাচ্ছিল। ফেব্রুয়ারিতে উইন্ডিজ সিরিজে টেস্ট–ওয়ানডেতে ৭ ইনিংস মিলিয়ে করেছিলেন ৭৭ রান। নিউজিল্যান্ড সফরেও ছিলেন ব্যর্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাঁকে নিয়ে বেশ ব্যাঙ্গ–বিদ্রুপ হচ্ছিল। সব সমালোচনার জবাব দিতে নাজমুল বেছে নিলেন শ্রীলঙ্কা সফরকেই। সতীর্থের এই ব্যাটিং দেখে বেজায় খুশি মুশফিকুর রহিম। আজ ফেসবুকে মুশি লিখেছেন, ‘দুর্দান্ত সেঞ্চুরির জন্য তোমাকে অভিনন্দন। আমরা সবাই জানতাম ব্যাট হাতে ঝলক দেখানো শুধু সময়ের ব্যাপার। কেবল তো শুরু, এগিয়ে যাও। প্রথম সেঞ্চুরি সব সময়ই বিশেষ কিছু।’

পাল্লেকেলের সবুজ উইকেটে আজ শুরুতেই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন তামিম ইকবাল ও নাজমুল। দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে নাজমুল গড়েছেন ১৪৪ রানের জুটি। ১০ রানের জন্য তামিম সেঞ্চুরি না পেলেও নাজমুল ঠিকই তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। ধনঞ্জয় ডি সিলভাকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে দেখা পেয়েছেন মাহেন্দ্রক্ষণের। চার বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম তিন অঙ্ক ছুঁয়ে অবশ্য উদযাপনে ছিল না বাহুল্য। প্রথম দিন শেষে নিজের ইনিংস নিয়ে নাজমুল বলেছেন, ‘উদযাপন তেমন করিনি। আমার বিশ্বাস ছিল বড় ইনিংস খেলার। কাল আবারও ব্যাটিং করতে হবে আমাকে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নাজমুলকে যে মোটেও স্পর্শ করে না, সেটিই বললেন তিনি, ‘সত্যি বলতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের ব্যাপারে কিছুই জানি না। পরিবারের সদস্যরা বলছিল। আমি পাত্তা দিইনি। বুঝেছি তারা (ভক্তরা) আমার কাছে অনেক আশা করে । আমি আমার মতোই খেলেছি।’নাজমুলের ঝলকে খুশি ‘মুশি’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত