কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটু এগিয়ে থেকেই সিরিজটা শুরু করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে অবশ্য বলছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা।
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের স্মৃতি এখনো সতেজ মুমিনুলদের। নিউজিল্যান্ডে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার তিক্ত স্মৃতিও এত দ্রুত ভোলার নয়। ব্যর্থতা থেকে বের না হতেই চলে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।
বাংলাদেশের তুলনায় কিছুটা স্বস্তিতে আছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ ড্র করে আসার সুখস্মৃতি আছে করুনারত্নে-মেন্ডিসদের। বাংলাদেশকে তবুও হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ দলে মুশফিক-তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেছেন, ‘তারা (মুশফিক-তামিম) অনেক বছর এক সঙ্গে নানা প্রান্তে খেলছে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালো করে জানে তারা। আমাদের ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে।’
প্রতিপক্ষকে আটকাতে পরিকল্পনায় আলাদা করে কারও নাম আছে কি না এমন প্রশ্নে অবশ্য কূটনীতিক উত্তর দিয়েছেন করুনারত্নে, ‘নির্দিষ্ট কারও নাম উল্লেখ করতে চাই না। বাংলাদেশের সবাই খুব ভালো খেলে।’ লঙ্কায় এবার যে পেসসহায়ক উইকেটে খেলা হবে, এটির সত্যতা মিলল লঙ্কান অধিনায়কের কথায়, ‘আমরা পেসবান্ধব উইকেটে খেলব। নিশ্চয়ই জানেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে।’
বাংলাদেশ অবশ্য একটি পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হতে পারে। ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশ যেন ‘ইংল্যান্ড’ না হয়ে উঠতে পারে, লঙ্কানরা অবশ্য সব চেষ্টাই করবে।
কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটু এগিয়ে থেকেই সিরিজটা শুরু করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে অবশ্য বলছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা।
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের স্মৃতি এখনো সতেজ মুমিনুলদের। নিউজিল্যান্ডে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার তিক্ত স্মৃতিও এত দ্রুত ভোলার নয়। ব্যর্থতা থেকে বের না হতেই চলে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।
বাংলাদেশের তুলনায় কিছুটা স্বস্তিতে আছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ ড্র করে আসার সুখস্মৃতি আছে করুনারত্নে-মেন্ডিসদের। বাংলাদেশকে তবুও হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ দলে মুশফিক-তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেছেন, ‘তারা (মুশফিক-তামিম) অনেক বছর এক সঙ্গে নানা প্রান্তে খেলছে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালো করে জানে তারা। আমাদের ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে।’
প্রতিপক্ষকে আটকাতে পরিকল্পনায় আলাদা করে কারও নাম আছে কি না এমন প্রশ্নে অবশ্য কূটনীতিক উত্তর দিয়েছেন করুনারত্নে, ‘নির্দিষ্ট কারও নাম উল্লেখ করতে চাই না। বাংলাদেশের সবাই খুব ভালো খেলে।’ লঙ্কায় এবার যে পেসসহায়ক উইকেটে খেলা হবে, এটির সত্যতা মিলল লঙ্কান অধিনায়কের কথায়, ‘আমরা পেসবান্ধব উইকেটে খেলব। নিশ্চয়ই জানেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে।’
বাংলাদেশ অবশ্য একটি পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হতে পারে। ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশ যেন ‘ইংল্যান্ড’ না হয়ে উঠতে পারে, লঙ্কানরা অবশ্য সব চেষ্টাই করবে।
তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল কদিন আগে। এমনকি সেটা গড়িয়েছিল থানা পর্যায়েও। সিফাতুর রহমান সৌরভ নামে তাঁর (তাসকিন) এক বন্ধু জিডি করেছিলেন। সেই বন্ধুই তাসকিনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেছেন।
১৮ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এদিকে বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
৩৯ মিনিট আগেহোক সেটা ক্লাব প্রীতি ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর কি অত কিছু ভেবে দেখার সময় আছে! টুর্নামেন্ট বা ম্যাচের গুরুত্ব যেমনই হোক, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক গোল করে চলেছেন তিনি। দিন দিন হয়ে উঠছেন আরও ক্ষুধার্ত।
২ ঘণ্টা আগেসাত সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলার ঠাসা সূচি। ইংল্যান্ড ও ভারত—দুই দলের ক্রিকেটাররাই মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। এই ক্লান্তি নিয়েই সিরিজের শেষ টেস্ট খেলতে আজ ওভালে নামছেন জো রুট, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শুবমান গিলরা।
২ ঘণ্টা আগে