Ajker Patrika

৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

ড্রয়ের পথেই কি এগোচ্ছে পাল্লেকেলে টেস্ট? প্রথম তিন দিনেও শেষ হলো না দুই দলের প্রথম ইনিংস। উইকেট পড়েছে মোটে ১০টি। তবে তৃতীয় দিনেও এগিয়ে থেকে খেলা শেষ করেছে বাংলাদেশ। মুমিনুলরা এগিয়ে ৩১২ রানে। ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করবে শ্রীলঙ্কা ।

আবু জাহেদ আর তাসকিন আহমেদ শুরুতে খানিকটা অস্বস্তিতেও ফেলেছিলেন দুই শ্রীলঙ্কান ওপেনারকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বচ্ছন্দ হয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা । ১১তম ওভারে ইবাদত হোসেনকে দুটি চার মেরে খোলস থেকে বের হন লাহিরু থিরিমান্নে। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সময় নেননি দিমুথ করুনারত্নেও।

বোলিংয়ের শুরুর ধার করে রাখতে পারেননি পেসাররা। উইকেটের আচরণ বুঝে আক্রমণে আসেন স্পিনাররা। দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম দারুণ টার্ন পাচ্ছিলেন উইকেট থেকে। এই টার্নেই এলবিডব্লুর ফাঁদে ফেলে থিরিমান্নেকে (৫৮) ফিরিয়েছেন মিরাজ। রিভিউ নিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি।

নতুন ব্যাটসমান ওসাদা ফার্নান্দোকে নিয়ে আবারও বড় জুটি গড়ার লক্ষ্যে এগোচ্ছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ। জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই দলীয় ১৬১ রানে ওসাদাকে (২০) উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। এর আগে ফিফটি তুলে নেন করুনারত্নে। উইকেটে থিতু হতে পারেনি আঞ্জোলো ম্যাথুসও । ২৫ রানে তাইজুলের বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফিরে যান তিনি। দিনের বাকি সময় আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভা ২৬ রানে ও করুনাওরত্নে ৮৫ রানে অপরাজিত আছেন। দিনশেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার স্কোর ২২৯ ।

বৃষ্টি আর আলোক স্বল্পতায় ২০ ওভারের মতো খেলা মাঠে গড়ায়নি কাল । তৃতীয় দিনে তাই নির্ধারিত সময়ের খানিক আগেই শুরু হয় খেলা। আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আজ স্কোর বোর্ডে যোগ করে আরও ৬৭ রান। ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে মুমিনুল হকের দল, যেটি তৃতীয়বারের মতো লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ঘোষণা।

দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়েই উইকেটে আসে দুই অপরাজিত ব্যাটসমান মুশফিক ও লিটন। মুশফিকুর কিছুটা দেখেশুনে খেললেও লিটন ছিলেন বেশ হাতে খুলে। ধনঞ্জয়া ডি সিলভার করা দিনের প্রথম ওভারের শেষ দুই বলে চার মারেন লিটন। তবে বেশি দূর এগোতে পারেননি তিনি। এর আগে ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। লিটনের আউটের দ্রুতই ফিরে যান মিরাজ আর লিটন। ৬৮ রানে অপরাজিত মুশফিক।

বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালোভাবেই তাঁদের দায়িত্ব পালন করেছেন। বাকি কাজটা বোলারদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত