সিনিয়র ক্রিকেটারদের অসন্তুষ্টি বাড়ছে
এই ঝকঝকে আবহাওয়া তো, এই মেঘলা আকাশ। কখনো আবার ঝরঝরিয়ে বৃষ্টি। বাংলাদেশ দলের ছবিটা যেন শরতের এ আবহাওয়ার মতোই। কখনো দুর্দান্ত সব জয়ে ড্রেসিংরুমের পরিবেশ ঝকঝকে আকাশের মতোই পরিষ্কার মনে হচ্ছে। আবার কদিন পরই নানা বিতর্কিত ঘটনায় মনে হচ্ছে, ঠিক নেই, কিছুই ঠিক নেই! অন্দরের আকাশে মেঘের ঘনঘটা।