নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবালের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণার পর মুশফিকুর রহিমের ২০ ওভারের ক্রিকেটে কিপিং না করার সিদ্ধান্তে ড্রেসিংরুমের পরিবেশটা একটু যেন ভারীই হয়ে উঠেছিল। টিম ম্যানেজমেন্টের ওপর সিনিয়র ক্রিকেটারদের অসন্তুষ্টির খবরও এসেছে পত্রিকায়। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলোয়াড়েরা অবশ্য এসব পাশে সরিয়ে পূর্ণ মনোযোগ দিলেন ক্রিকেটেই।
যাঁকে নিয়ে আলোচনা, সেই মুশফিককেও দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে। অনুশীলনের আগে গা গরমের ফুটবলে সতীর্থদের সঙ্গে তাঁর গোল উৎসব বলে দিল, সব আলোচনা দূরে সরিয়ে মুশফিকের মনোযোগ এখন সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে ম্যাচটা জিততেই হবে। আর সেটি করতে হলে মুশফিকদের, মানে ব্যাটসম্যানদের একটু বেশিই সতর্ক থাকতে হবে, যেন আগের ম্যাচে করা ভুলের পুনরাবৃত্তি না হয়।
গত কয়েক মাসে জয়ের ধারায় থাকলেও বাংলাদেশের বড় চিন্তা এই ব্যাটিং নিয়ে। ব্যাটিং নিয়ে চিন্তাটা আরও বাড়ছে রান তাড়া করতে নেমে। এ বছর টি-টোয়েন্টিতে আট জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ছয় ম্যাচে। এর মধ্যে পাঁচটিই হেরেছে তারা রান তাড়া করতে নেমে। গতকাল দলের ব্যাটিং উপদেষ্টা অ্যাশওয়েল প্রিন্স মিরপুরের উইকেটে রান তাড়া করে জেতার উপায় বাতলে দিলেন।
প্রিন্স বলেছেন, ‘যখন ১৩০-১৪০ রানের মতো স্কোর তাড়া করতে নামবেন, যেটা আবার দ্রুতগতির উইকেটে নয়; সেখানে অনেক বাউন্ডারি হবে না। স্ট্রাইকরেট ঠিক রাখতে তাই এক-দুই রানে ব্যাটিং লাইনআপের ছন্দ পাওয়া এবং প্রতি ওভারে রানরেট ছয়ের আশপাশে রাখার দিকে মনোযোগ দিতে হবে। আর নিশ্চিত করতে হবে (প্রয়োজনীয়) রানরেট যেন বেশি বেড়ে না যায়।’
অবশ্য বাংলাদেশ যে একেবারেই রান তাড়া করে জিতছে না, সেটিও নয়। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, তার আগের মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। সেসব আনন্দদায়ী স্মৃতি সামনে এনে মাহমুদউল্লাহদের উৎসাহ দিতে চাইলেন প্রিন্স। দলের প্রোটিয়া ব্যাটিং পরামর্শক বলেছেন, ‘জিম্বাবুয়েতে যা দেখেছি, সেখানে আমরা রান তাড়া করে ম্যাচ জিতেছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আফিফ-সোহানের দুরন্ত একটি জুটি হয়েছিল। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো, দলে ব্যাটিংয়ে ভালো সমন্বয় আছে। এর মধ্যে কিছু ক্রিকেটার বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, বাউন্ডারি মারতে পারে। আবার কিছু আছে উইকেট যদি অনুকূলে হয় তাহলে ইনিংসের শেষের দিকে প্রয়োজনে ৯-১০ রানও তাড়া করতে পারে। আমাদের দুই ধরনের খেলোয়াড়ের ভালো সমন্বয় আছে।’
উইকেট যেহেতু এখানে বড় নিয়ামক, এটির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পরামর্শ প্রিন্সের। বলছেন, ‘যেটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো, প্রতিটি উইকেট আলাদা। উইকেটের ধরন অনুযায়ী খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
মিরপুরে চেনা উইকেটে যদি রান তাড়া করতে গিয়ে পা হড়কান মাহমুদউল্লাহরা, অক্টোবর-নভেম্বরে আরব আমিরাত-ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে তাঁদের জন্য। আইসিসির হাই স্কোরিং উইকেটে ১৮০-২০০ রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে। প্রিন্সের বাতলে দেওয়া পথে হেঁটে ব্যাটিংয়ের ভুল দ্রুত শুধরে না নিলে টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যাবে নিশ্চিত।
তামিম ইকবালের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণার পর মুশফিকুর রহিমের ২০ ওভারের ক্রিকেটে কিপিং না করার সিদ্ধান্তে ড্রেসিংরুমের পরিবেশটা একটু যেন ভারীই হয়ে উঠেছিল। টিম ম্যানেজমেন্টের ওপর সিনিয়র ক্রিকেটারদের অসন্তুষ্টির খবরও এসেছে পত্রিকায়। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলোয়াড়েরা অবশ্য এসব পাশে সরিয়ে পূর্ণ মনোযোগ দিলেন ক্রিকেটেই।
যাঁকে নিয়ে আলোচনা, সেই মুশফিককেও দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে। অনুশীলনের আগে গা গরমের ফুটবলে সতীর্থদের সঙ্গে তাঁর গোল উৎসব বলে দিল, সব আলোচনা দূরে সরিয়ে মুশফিকের মনোযোগ এখন সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে ম্যাচটা জিততেই হবে। আর সেটি করতে হলে মুশফিকদের, মানে ব্যাটসম্যানদের একটু বেশিই সতর্ক থাকতে হবে, যেন আগের ম্যাচে করা ভুলের পুনরাবৃত্তি না হয়।
গত কয়েক মাসে জয়ের ধারায় থাকলেও বাংলাদেশের বড় চিন্তা এই ব্যাটিং নিয়ে। ব্যাটিং নিয়ে চিন্তাটা আরও বাড়ছে রান তাড়া করতে নেমে। এ বছর টি-টোয়েন্টিতে আট জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ছয় ম্যাচে। এর মধ্যে পাঁচটিই হেরেছে তারা রান তাড়া করতে নেমে। গতকাল দলের ব্যাটিং উপদেষ্টা অ্যাশওয়েল প্রিন্স মিরপুরের উইকেটে রান তাড়া করে জেতার উপায় বাতলে দিলেন।
প্রিন্স বলেছেন, ‘যখন ১৩০-১৪০ রানের মতো স্কোর তাড়া করতে নামবেন, যেটা আবার দ্রুতগতির উইকেটে নয়; সেখানে অনেক বাউন্ডারি হবে না। স্ট্রাইকরেট ঠিক রাখতে তাই এক-দুই রানে ব্যাটিং লাইনআপের ছন্দ পাওয়া এবং প্রতি ওভারে রানরেট ছয়ের আশপাশে রাখার দিকে মনোযোগ দিতে হবে। আর নিশ্চিত করতে হবে (প্রয়োজনীয়) রানরেট যেন বেশি বেড়ে না যায়।’
অবশ্য বাংলাদেশ যে একেবারেই রান তাড়া করে জিতছে না, সেটিও নয়। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, তার আগের মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। সেসব আনন্দদায়ী স্মৃতি সামনে এনে মাহমুদউল্লাহদের উৎসাহ দিতে চাইলেন প্রিন্স। দলের প্রোটিয়া ব্যাটিং পরামর্শক বলেছেন, ‘জিম্বাবুয়েতে যা দেখেছি, সেখানে আমরা রান তাড়া করে ম্যাচ জিতেছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আফিফ-সোহানের দুরন্ত একটি জুটি হয়েছিল। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো, দলে ব্যাটিংয়ে ভালো সমন্বয় আছে। এর মধ্যে কিছু ক্রিকেটার বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে, বাউন্ডারি মারতে পারে। আবার কিছু আছে উইকেট যদি অনুকূলে হয় তাহলে ইনিংসের শেষের দিকে প্রয়োজনে ৯-১০ রানও তাড়া করতে পারে। আমাদের দুই ধরনের খেলোয়াড়ের ভালো সমন্বয় আছে।’
উইকেট যেহেতু এখানে বড় নিয়ামক, এটির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পরামর্শ প্রিন্সের। বলছেন, ‘যেটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো, প্রতিটি উইকেট আলাদা। উইকেটের ধরন অনুযায়ী খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
মিরপুরে চেনা উইকেটে যদি রান তাড়া করতে গিয়ে পা হড়কান মাহমুদউল্লাহরা, অক্টোবর-নভেম্বরে আরব আমিরাত-ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে তাঁদের জন্য। আইসিসির হাই স্কোরিং উইকেটে ১৮০-২০০ রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে। প্রিন্সের বাতলে দেওয়া পথে হেঁটে ব্যাটিংয়ের ভুল দ্রুত শুধরে না নিলে টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যাবে নিশ্চিত।
বাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
৩ ঘণ্টা আগেম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
৩ ঘণ্টা আগে