নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিবাহিত জীবনের সাত বসন্ত পার করলেন মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডি। জীবনের অন্যতম স্মরণীয় দিনটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার। ফেসবুকে দুজনের একটি ছবি দিয়েছেন মুশফিক। আর সেই ছবির ওপরে মন্ডিকে নিয়ে মুশি লিখেছেন নানা আবেগ আর ভালোবাসার কথা।
২০১৩ সালে মাহমুদউল্লাহ রিয়াদের মাধ্যমে এক পারিবারিক অনুষ্ঠানে মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয়। মন্ডি যে মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন। পরিচয় থেকে একটু একটু কথা। এরপর দীর্ঘ সময় ধরে হৃদয়ের লেনাদেনা। সেই ভালোবাসার শুভ পরিণতি ২০১৪ সালের এই দিনেই। বিয়ের চার বছরের মাথায় দুজনের কোলজুড়ে আসে ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান। পরিবারপ্রিয় মুশফিকের খেলার বাইরের বাকি সময়টা বলতে গেলে কাটে ছেলে আর স্ত্রীর সঙ্গেই।
স্ত্রীর সঙ্গে ফেসবুকে দেওয়া ছবিতে মুশফিক নিজ ও মন্ডি সম্পর্কে একগুচ্ছ শব্দ ব্যয় করেছেন। নিখুঁত ব্যাটিংয়ে বাংলাদেশকে একের পর এক জয় এনে দেওয়া মুশফিক অবশ্য স্বামী হিসেবে নিজেকে ‘ফুল মার্কস’ দিতে চান না। মুশির বিনয়ী উচ্চারণ, ‘হয়তো আমি নিখুঁত স্বামী নই।’ তবে স্ত্রীকে কৃতিত্ব দিতে ভোলেননি এই উইকেটকিপার ব্যাটার, ‘তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্মীয়।’
ব্যক্তিগত জীবনে মুশফিক একজন দারুণ মানুষ হিসেবেই সবার কাছে পরিচিত। তবে মানুষ হিসেবে নিজের আরও উন্নতি চান মুশফিক। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমি একজন মানুষ হিসেবে উন্নতি করতে থাকব এবং আমি তোমার (মন্ডি) কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রিয়তমা।’
মন্ডির প্রতি মুশফিকের ভালোবাসা এতটাই গভীর, জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে চান পাশাপাশি। মন্ডির প্রতি মুশফিকের হৃদয়ের আকুতি ‘দয়া করে আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থেকো। তোমাকে ভালোবাসি।’
মুশফিকের এই চাওয়াটা যে তাঁর হাজারো ভক্তেরও চাওয়া–সেটি দুজনের ছবির নিচের মন্তব্যগুলো একবার চোখ বোলালেই বোঝা যাবে।
বিবাহিত জীবনের সাত বসন্ত পার করলেন মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডি। জীবনের অন্যতম স্মরণীয় দিনটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার। ফেসবুকে দুজনের একটি ছবি দিয়েছেন মুশফিক। আর সেই ছবির ওপরে মন্ডিকে নিয়ে মুশি লিখেছেন নানা আবেগ আর ভালোবাসার কথা।
২০১৩ সালে মাহমুদউল্লাহ রিয়াদের মাধ্যমে এক পারিবারিক অনুষ্ঠানে মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয়। মন্ডি যে মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন। পরিচয় থেকে একটু একটু কথা। এরপর দীর্ঘ সময় ধরে হৃদয়ের লেনাদেনা। সেই ভালোবাসার শুভ পরিণতি ২০১৪ সালের এই দিনেই। বিয়ের চার বছরের মাথায় দুজনের কোলজুড়ে আসে ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান। পরিবারপ্রিয় মুশফিকের খেলার বাইরের বাকি সময়টা বলতে গেলে কাটে ছেলে আর স্ত্রীর সঙ্গেই।
স্ত্রীর সঙ্গে ফেসবুকে দেওয়া ছবিতে মুশফিক নিজ ও মন্ডি সম্পর্কে একগুচ্ছ শব্দ ব্যয় করেছেন। নিখুঁত ব্যাটিংয়ে বাংলাদেশকে একের পর এক জয় এনে দেওয়া মুশফিক অবশ্য স্বামী হিসেবে নিজেকে ‘ফুল মার্কস’ দিতে চান না। মুশির বিনয়ী উচ্চারণ, ‘হয়তো আমি নিখুঁত স্বামী নই।’ তবে স্ত্রীকে কৃতিত্ব দিতে ভোলেননি এই উইকেটকিপার ব্যাটার, ‘তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্মীয়।’
ব্যক্তিগত জীবনে মুশফিক একজন দারুণ মানুষ হিসেবেই সবার কাছে পরিচিত। তবে মানুষ হিসেবে নিজের আরও উন্নতি চান মুশফিক। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমি একজন মানুষ হিসেবে উন্নতি করতে থাকব এবং আমি তোমার (মন্ডি) কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রিয়তমা।’
মন্ডির প্রতি মুশফিকের ভালোবাসা এতটাই গভীর, জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে চান পাশাপাশি। মন্ডির প্রতি মুশফিকের হৃদয়ের আকুতি ‘দয়া করে আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থেকো। তোমাকে ভালোবাসি।’
মুশফিকের এই চাওয়াটা যে তাঁর হাজারো ভক্তেরও চাওয়া–সেটি দুজনের ছবির নিচের মন্তব্যগুলো একবার চোখ বোলালেই বোঝা যাবে।
মাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
৫ মিনিট আগেবাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
৩ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
৩ ঘণ্টা আগে