নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!
রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।
কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।
প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!
রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।
কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।
প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।
মাঠের লড়াই যতটা, তার চেয়ে বেশি বাইরের ঘটনায় ভারত-পাকিস্তানকে নিয়ে হয় আলাপ-আলোচনা। প্রায়ই নানা কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এমনকি ভারতের বিপক্ষে পাকিস্তান না খেলেও কোনো না কোনোভাবে লাইমলাইটে চলে আসে। ওল্ড ট্রাফোর্ডে কদিন আগে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ঘটেছে এমন ঘটনা।
২ মিনিট আগেবাংলাদেশ ও পাকিস্তান কোনো দলেরই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না। হতাশাই দল দুটির নিত্যসঙ্গী। সেখানে পাকিস্তানকে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সিরিজ হার ‘ভূত’-এর মতো তাড়া করে বেড়াচ্ছে রমিজ রাজাকে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধ থেমে গেছে আড়াই মাস আগেই। তবে এবার দুই দেশের ক্রিকেট নিয়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের সূচি প্রকাশের পরও ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা, সেটা নিয়ে রয়েছে শঙ্কা।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
৩ ঘণ্টা আগে