Ajker Patrika

অনুশীলনে মুশফিকের সব মনোযোগ ব্যাটিংয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৪
অনুশীলনে মুশফিকের সব মনোযোগ ব্যাটিংয়ে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল শনিবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের সময় এক আলোকচিত্রী গ্যালারিতে বল পাঠানোর চ্যালেঞ্জ ছুড়ে মুশফিকুর রহিমকে যেন ‘তাতিয়ে’ই দিলেন। জবাবে মুশফিকও কম যান না। ব্যাট দিয়ে সজোরে বল সেই ফটোসাংবাদিকের উদ্দেশে গ্যালারিতে পাঠিয়ে দিলেন দুবার!

রসিকতা করেই চ্যালেঞ্জটা জিততে গ্যালারিতে বল পাঠিয়েছেন মুশফিক। তবে আজ ‘সিরিয়াসলি’ বল গ্যালারিতে পাঠাতে চাইবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত ম্যাচে গোল্ডেন ডাকে ফেরায় মুশফিকের রানক্ষুধা নিশ্চিত আরও বেড়েছে। হয়তো তাঁর কাছ থেকে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ইনিংস। মুশফিকের ব্যাটিং নিয়ে সংশয় ছিল না কখনোই। সংশয় যত তাঁর কিপিং নিয়ে। এই যেমন আজ কি উইকেটকিপিংয়ে ফিরছেন, প্রশ্নটা এসে যাচ্ছে বিশেষ এক কারণে।

নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে ঠিক হবে সিরিজের পঞ্চম ম্যাচে কে দাঁড়াবেন উইকেটের পেছনে।

কোচের কথা অনুযায়ী আজ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর কথা মুশির। তবে গতকাল মুশফিক কিপিং অনুশীলন না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কাল তো অনুশীলনের পুরোটা সময় ব্যাটিংই করেছেন। ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মূল মাঠে বড় শট খেলে অনুশীলন করেন। কিপিং গ্লাভস বেরই করেননি তিনি। যদিও অন্য সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তিনি নিয়মিতই ঝালিয়ে নেন। আর এবার দুই মাসের বেশি সময় উইকেটকিপিং করছেন না মুশফিক। এখন তো তাঁর আরও বেশি ঝালিয়ে নেওয়ার কথা ছিল।

প্রথম দুই ম্যাচে আউটফিল্ডে দারুণ ফিল্ডিং করেছেন মুশফিক। দুই দল মিলিয়ে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছেন তিনিই। মুশফিকের কিপিং নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্ট আপাতত মুখে তালা মেরে রেখেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে গেছে নির্বাচকদের কাছেও। গতকাল এক অনুষ্ঠানে যেমন সাংবাদিকেরা নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সযত্নেই এড়িয়ে গেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত