Ajker Patrika

মুশফিকের আত্মবিশ্বাস ফেরানো এক ইনিংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০২
মুশফিকের আত্মবিশ্বাস ফেরানো এক ইনিংস

গুড লেংথে বলটা করেছিলেন সুমন খান। চোখজুড়ানো এক স্কুপে সেই বল মুশফিকুর রহিম উইকেটকিপারের মাথার ওপর দিয়ে পাঠালেন বাউন্ডারির বাইরে। আর তাতেই অভিজ্ঞ ব্যাটার পৌঁছে গেলেন ফিফটিতে। এরপরও ব্যাট তোলা নেই, নেই কোনো উদ্‌যাপন! সতীর্থ মোহাম্মদ মিঠুনের বাহুডোরে একটু মিলিয়ে যাওয়ার পর আবার নির্বিঘ্ন মনোযোগ ব্যাটিংয়ে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকের ব্যাটে চড়ে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ‘এ’ দল। এইচপির বিপক্ষে প্রথম ওয়ানডেতে ‘এ’ দলকে জিতিয়ে যখন মুশফিক মাঠ ছাড়ছেন নামের পাশে জ্বলজ্বল করছিল ৭০*।

গত কদিনে চোট, পারিবারিক কারণে মাঠের বাইরে থাকা আর সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ছন্দ হারিয়ে ফেলা—বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে তাই উন্মুখ ছিলেন মুশফিক। ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলা সে প্রচেষ্টারই অংশ। গতকালকের ইনিংস দিয়ে বিশ্বকাপে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা যেন ফিরে ফেলেন দেশের অভিজ্ঞ ব্যাটার।

চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল টস জিতে এইচপিকে ব্যাটিংয়ে পাঠান ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। দলীয় ৪ রানে পারভেজ হোসেন ইমনকে হারালেও এইচপি ম্যাচে ঘুরে দাঁড়ায় দ্বিতীয় উইকেট জুটিতে। তানজিদ হাসান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আরেক সতীর্থ মাহমুদুল হাসান জয়কে নিয়ে গড়েন ১৩০ রানের জুটি। সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি তানজিদ, ফিরেছেন ৮১ রানে। পরে শাহাদাত হোসেনের ফিফটিতে ২৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় এইচপি।

২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে নাজমুল হোসেন শান্ত ঝড় তুললেও সেটি থেমে যায় দ্রুতই। ১৮ বলে ২৭ রানে শামীম হোসেন পাটোয়ারী শান্তকে কট অ্যান্ড বোল্ড করতেই উইকেটে আসা ইমরুল কায়েস খেলেছেন দারুণ। অধিনায়ক মুমিনুলকে নিয়ে ইমরুল (৬০) গড়েন ৫৮ রানের জুটি। মুমিনুলের (২৯) বিদায়ের পরই নামেন মুশফিক। এরপর মোসাদ্দেক আর মিঠুনের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে মুশি দলকে পৌঁছে দেন জয়ের সরণিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত