‘একবার বিদায় দে মা ঘুরে আসি’
৬ জুলাই, ১৯৭১। অতলস্পর্শ যন্ত্রণার সমুদ্র থেকে ধীরে ধীরে ভেসে উঠছিলেন ভৈরব অঞ্চলের তরুণ মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু। একসময় অস্পষ্ট আলোর বলয় তাঁর দৃষ্টিতে ধরা পড়ে। নুরু কৈশোরে স্থানীয় বিহারিদের কাছ থেকে সামান্য উর্দু শিখেছিলেন। বহু কষ্টে চোখ খুলে তিনি দেখতে পান তাঁর বিছানার চারদিকে দাঁড়িয়ে আছে রাজাকার