অর্ধাহারে কাটছে বেদেদের দিন
ভাসমান বেদে সম্প্রদায়। আজ এখানে তো কাল সেখানে, নেই নিজস্ব কোনো ঠিকানা। কাপড় বা প্লাস্টিকের পর্দা দিয়ে ছাউনি বানিয়ে থাকে তারা। এটাই তাদের ঘর-বাড়ি। আগে কোনোমতে খেয়ে-পরে দিন চললেও করোনাসহ নানা কারণে সম্প্রতি তাদের আয় কমেছে। ফলে অর্ধাহারে, অনাহারে দিন কাটছে তাদের।