Ajker Patrika

২৭ ইউপিতে আজ ভোট চার স্তরের নিরাপত্তা

ময়মনসিংহ, ত্রিশাল ও মুক্তাগাছা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ৫১
২৭ ইউপিতে আজ ভোট   চার স্তরের নিরাপত্তা

তৃতীয় দফায় ময়মনসিংহের তিনটি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের কিছু ভুল শুধরে আজ রোববার তৃতীয় দফায় ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। প্রতিটি ভোটকেন্দ্রে র‍্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহের সদর উপজেলার পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য পদে ২০৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৪ জন প্রার্থী রয়েছেন। মোট ৫৭টি কেন্দ্রে এক লাখ ৩৭ হাজার ৬০৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২৬০ জন এবং নারী ভোটার রয়েছেন ৬৭ হাজার ৩৪৪ জন।

এদিকে মুক্তাগাছা উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সংরক্ষিত নারী সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৪০৭ জন প্রার্থী রয়েছেন। উপজেলার ১০৮টি কেন্দ্রে মোট ভোটার দুই লাখ ৯৬ হাজার ২৪৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৭ হাজার ২৭৯ জন এবং পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৬৫ জন। উপজেলায় শুধু তারাটি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অপরদিকে ত্রিশাল উপজেলার ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীকে ১২ জন, লাঙলে একজন, মহিলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে একজন রয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৭০ জন এবং সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭১ জন। উপজেলার ১৩১টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ১৬ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ২৭৮ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৪ হাজার ৫৭৩ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সরওয়ার বলেন, ‘নির্বাচনে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। প্রার্থীরা যে দলেরই হোক না কেন, প্রভাব খাটালেই আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নির্বাচন সামনে রেখে আমরা দফায় দফায় বৈঠক করেছি। নির্বাচনের মাঠে সবার সমান অধিকার। কাউকে বিন্দু পরিমাণ সুযোগ দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের।’

পুলিশ সুপার আরও বলেন, ‘দ্বিতীয় দফায় কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার সেই সুযোগ কেউ পাবে না। কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত