মধ্যপ্রাচ্যে কি তবে নয়া স্নায়ুযুদ্ধ শুরু হলো
আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ওয়াশিংটন বেশ আগে থেকেই কাজ করছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে সামনে আসে ইসরায়েল-ইউএই চুক্তি, যার প্রেক্ষাপটে রয়েছে কাতারের ওপর চার আরব দেশের অবরোধ। সমীকরণে ইরান অনুচ্চারিত, কিন্তু সবচেয়ে জোরাল