ছন্দে ফেরার সুযোগ হ্যাজার্ডদের সামনে
বিশ্বকাপের গত কয়েক আসর থেকে বেলজিয়ামের গায়ে লেগে আছে ‘কালো ঘোড়া’ তকমা। রবার্তো মার্তিনেজের শিষ্যরা কাতার বিশ্বকাপেও এসেছে ফেবারিট হিসেবে। হবেও না কেন? কেভিন ডি ব্রুইন, ইডেন হ্যাজার্ড, থিবু কোর্তোয়া ও রোমেলু লুকাকোর মতো ইউরোপ ফুটবল মাতানো তারকাসমৃদ্ধ দলকে নিয়ে বাজি লাগবে না এমন কে আছে! তবে এবার কি নক