Ajker Patrika

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪১, সংহতি জানাতে তেল আবিবে ঋষি সুনাক 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৪: ৩০
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪১, সংহতি জানাতে তেল আবিবে ঋষি সুনাক 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার সকালের দিকে অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার তেল আবিব সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলে বিমান হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

 
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা নিউজকে জানিয়েছেন, নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক। এর বাইরে খান ইউনিসের পশ্চিমের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক শিশু নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও পশ্চিমা নেতারা সংহতি জানাতে ছুটে যাচ্ছেন তেল আবিবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঝটিকা সফরে গতকাল বুধবার তেল আবিব সফর করেন। তাঁর আগে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই ধারা অব্যাহত রাখতেই যেন আজ বৃহস্পতিবার তেল আবিব পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

তেল আবিবে পৌঁছে ঋষি সুনাক গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের প্রতি সমবেদনা জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে আসা ঋষি সুনাক তেল আবিব সফর শেষে মিসর ও কাতার সফর করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত