সংগঠকেরা প্রতিভাবান না হলে খেলোয়াড়দের সাহায্য করবেন কীভাবে
দেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচ তিনি। প্রায় এক যুগ সময় নিয়ে ক্রিকেট কোচিং নিয়ে বই লিখেছেন সালাহ উদ্দীন। সেটিও বাংলায়; সহজ, সরল, প্রাঞ্জল ভাষায়। গতকাল মিরপুরের একটি স্পোর্টস শপে রানা আব্বাসের সঙ্গে সেই বই নিয়ে আলোচনা করতে গিয়ে দেশের দুর্বল ক্রিকেটকাঠামোর নানা ফাঁকফোকর তুলে ধরলেন সালাহ উদ্দীন।