Ajker Patrika

রাজধানীতে মার্কেট থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে মার্কেট থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেট থেকে তানভীর (২৪) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাত-পা বাঁধা ছিল। পল্লবী থানার প্যারিস রোডে এই মার্কেটটি অবস্থিত। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পল্লবী থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।’ 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই যুবক এই এলাকার স্থানীয় বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। 

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পরিত্যক্ত ওই মার্কেটে ১০ থেকে ১২ জনের লাশ পাওয়া গেছে। পরিত্যক্ত এই মার্কেটির ভেতরে মাদক ব্যবসা, মাদক সেবন, টাকার বিনিময়ে জুয়া খেলা, দেহব্যবসা ও নারীদের ধরে নিয়ে ধর্ষণসহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও, বর্তমানে এ মার্কেটটি কিলিং জোন হিসেবে মিরপুরবাসীর কাছে পরিচিত। এত কিছু ঘটার পরেও এই মার্কেটটি ঘিরে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত